adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ – পাকিস্তান টি-২০ ম্যাচ শুক্রবার

Masrafi1429800077ক্রীড়া প্রতিবেদক : তিন ম্যাচ ওডিআই সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। হোয়াইটওয়াশ ক্ষতে প্রলেপ দিতে টি-টোয়েন্টিতে জয়ের আশা নিয়ে শহীদ আফ্রিদির নেতৃত্বে মাঠে নামবে পাকিস্তান।

অন্যদিকে টি-টোয়েন্টিতে বাংলাদেশের ইতিহাস ভালো না হলেও সম্প্রতি সময়ের অভিজ্ঞতা নিয়ে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ। টি-টোয়েন্টি ম্যাচ সামনে রেখে গতকাল বুধবার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

এই দলে রুবেল হোসেন ও মমিনুল হককে বাদ দিয়ে দলে নতুন খেলোয়াড় লিটন কুমার দাস ও মুস্তাফিজুর রহমানকে ডাকা হয়েছে। মুস্তাফিজুর রহমান এখনও কোনও ঘরোয়া টি-টোয়েন্টি খেলেনি। অন্যদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট শিকারী বোলার সাইদ আজমল, উমর গুল ও শহীদ আফ্রিদি পাকিস্তান দলে রয়েছে।
ক্রিকইনফো জানায়, বাংলাদেশ দলে মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় লিটন কুমার দাস অথবা রনি তালুকদারকে দলে নেয়া হতে পারে। মাহমুদুল্লাহর টি-টোয়েন্টিতে গড় রান ১৪.৬৫।

অন্যদিকে পাকিস্তান দলে জুনায়েদ খানের জায়গায় টি-টোয়েন্টি বিশেষজ্ঞ সোহেল তানভীরকে নেয়া হতে পারে। পাকিস্তানি কোচ ওয়াকার ইউনিস ইঙ্গিত দিয়েছেন, এই ম্যাচে নতুন কোনও খেলোয়াড়কে খেলানো হতে পারে। সেই হিসেবে হাফিজের জায়গায় মুখতার আহমেদকে দলে নেয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে সংক্ষেপে জেনে নেয়া যাক, টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও পাকিস্তান দলের স্কোয়াড কেমন হতে পারে।

বাংলাদেশ (সম্ভাব্য) স্কোয়াড: তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ/লিটন/রনি তালুকদার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), আরাফাত সানি, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

পাকিস্তান (সম্ভাব্য) স্কোয়াড: সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), আহমেদ শেহজাদ, হ্যারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান, মুখতার আহমেদ, শহীদ আফ্রিদি (অধিনায়ক), সাদ নাসিম, সোহেল তানভীর, ওয়াহাব রিয়াজ, সাইদ আজমল, উমর গুল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া