adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জমজম কূপের পানি সংগ্রহে সৌদি সরকারের নতুন নিয়ম

1429026689JAMJAM KUP-MTNEWS24ডেস্ক রিপোর্ট : জমজম কূপের পানি সংগ্রহের বিষয়ে নতুন নিয়ম জারি করেছে সৌদি সরকার।  পাসপোর্ট না থাকলে কেউ আর এই কূপের পানি সংগ্রহ করতে পারবেন না।
জমজমের পানির সঙ্গে সাধারণ পানি মিশিয়ে বা বোতলে ট্যাপের পানি ভরে মানুষকে প্রতারিত করার অভিযোগ ওঠার পর এই নিয়ম চালু করেছে সৌদি সরকার।
রোগমুক্তির দাওয়াই হিসেবে বিশ্বের লাখো ধর্মপ্রাণ মুসলমান ও স্থানীয়রাও প্রতিবছর হজ ও ওমরা উপলক্ষে এই পানি সংগ্রহ করে থাকেন।  কিন্তু মানুষের সরল বিশ্বাসের সুযোগে অসাধু ব্যবসায়ীরা প্রতারিত করার অভিযোগ ওঠার পর বিধিনিষেধ জারি করলো সৌদি সরকার।

এখন থেকে সৌদি ওয়াটার কোম্পানি সিল করা বোতলে জমজমের পানি বাজারে ছাড়বে।  বিমানবন্দরগুলোতে এই বোতল পাওয়া যাবে।  পাঁচ লিটারের প্রতিটি বোতলের দাম পড়বে ৯ সৌদি রিয়াল।

পর্যটক ও পুণ্যার্থীরা পাসপোর্ট দেখিয়ে বোতল কিনতে পারবেন।  প্রতি পাসপোর্টে একটি বোতলই বিক্রি করা হবে।  এর আগে বিমানে উঠার আগে প্রত্যেকে সর্বোচ্চ দশ লিটার পানি নিতে পারতেন।  নতুন নিয়মে এখন থেকে সিল করা বোতল ছাড়া কোনো পানির বোতলই বহন করা যাবে না।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া