adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিকেটে আর্জেন্টিনাকে বড় ব্যবধানে হারালো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা এবার মাঠে নেমেছিল ব্যাট ও প্যাড পরে। ক্রিকেট ম্যাচে মুখোমুখি হয়েছিল তারা। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আঞ্চলিক বাছাই পর্বের ম্যাচে ৮ উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে মাঠ ছেড়েছে ব্রাজিল।

মঙ্গলবার (১৯ অক্টোবর) মেক্সিকো সিটিতে বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হয় ম্যাচটি। নাউকালপানের রিফর্মা অ্যাথলেটিক ক্লাব মাঠে টস জিতে আর্জেন্টিনাকে ব্যাট করতে পাঠায় ব্রাজিল।
ব্যাট হাতে মাঠে নেমে ১১.২ ওভারে আর্জেন্টাইন নারীরা মাত্র ১২ রানে গুটিয়ে যায়। অন্যদিকে ৩.৩ ওভারেই দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ব্রাজিলিয়ানরা।

সংক্ষিপ্ত ফরম্যাটের সবচেয়ে কম দলীয় সংগ্রহের তালিকায় ষষ্ঠ স্থানে এখন আর্জেন্টিনার নারীরা। ১২.১ ওভারে ৬ রানে তুলে অল আউট হয়ে তালিকার সবার উপরে রয়েছে মালদ্বীপ। ৯ ওভারে ৬ রানে গুটিয়ে দ্বিতীয় স্থানে মালি। ১১,৩ ওভারে ৮ রানে অল আউট হয়ে তৃতীয়ও স্থানে রয়েছে মালদ্বীপের মেয়েরা। চতুর্থ ও পঞ্চম স্থান মালির দখলে।

১০ ও ১১ রানে অল আউট হয়েছিল তারা। যথাক্রমে ১১.১ ও ১৫.৪ ওভারে এই রান তুলে তারা।
২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। দশ দলের এই টুর্নামেন্টে স্বাগতিক হিসেবে আগেই জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ২০২১ সালের ৩০ নভেম্বর পর্যন্ত র‌্যাংকিংয়ের সেরা সাত দল চলে যাবে মূল পর্বে। -ক্রিকফ্রেঞ্জি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া