adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হজযাত্রীদের জরুরি ভিত্তিতে পাসপোর্ট দিতে ধর্ম মন্ত্রণালয়ের চিঠি

নিজস্ব প্রতিবেদক : চলতি বছর হজের নিবন্ধন সম্পন্ন করতে হজযাত্রীদের জরুরি ভিত্তিতে পাসপোর্ট সরবরাহের জন্য পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালককে অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বুধবার ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখার সিনিয়র সহকারী সচিব আবদুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি দেয়া হয়।

এতে বলা হয়, ইতিমধ্যে কিছু কিছু হজযাত্রী অভিযোগ করেছেন, পাসপোর্টের জন্য আবেদন করে যথাসময়ে তারা পাসপোর্ট পাচ্ছেন না। তাদেরকে পাসপোর্ট সংগ্রহের জন্য সাধারণ পাসপোর্ট আবদেনকারীদের মতো সময় দেয়া হচ্ছে।

হজযাত্রীরা যথাসময়ে পাসপোর্ট না পেলে তাদের নিবন্ধন বিলম্বিত হবে এবং হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়তে পারে। ফলে হজ প্রাক নিবন্ধন সনদ নিয়ে কোনো হজযাত্রী পাসপোর্টের জন্য আবেদন করলে তাকে জরুরি ভিত্তিতে পাসপোর্ট সরবরাহের জন্য সব জেলা ও আঞ্চলিক পাসপোর্ট অফিসসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

জানা গেছে, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ ইতিমধ্যে ব্যক্তিগতভাবে পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে পাসপোর্ট দেয়ার অনুরোধ জানিয়েছেন। চলতি বছর (২০১৯) সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালন করবেন। তাদের মধ্যে সরকারিভাবে ৭ হাজার ১৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার বাংলাদেশি হজযাত্রী হজ পালন করতে যাবেন।

সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধন কার্যক্রম গত ১৪ ফেব্রুয়ারি শুরু হয়। প্রথম দফায় ৫ মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হলেও নিবন্ধন কার্যক্রম শেষ না হওয়ায় আগামী ১২ মার্চ পযর্ন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনার প্রাক-নিবন্ধনের ক্রমিক নম্বর ২২৭৬৪ এর মধ্যকার হজযাত্রীরা এবার নিবন্ধন করছেন।

হজ বুলেটিনের ৬ মার্চের সর্বশেষ তথ্যানুসারে, সরকারি ৭ হাজার ১৯৮ জনের মধ্যে ৪ হাজার ৪৫৬ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে প্যাকেজ-১ এ ১ হাজার ৪৮৩ জন এবং প্যাকেজ-২ এ ২ হাজার ৯৭৩ জন নিবন্ধন করেছেন।

এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জনের মধ্যে মাত্র ৯ হাজার ২৭৬ জন নিবন্ধন করেছেন। তবে ভেরিফিকেশনের জন্য পাসপোর্ট সাবমিট করেছেন ৪৪ হাজার ৮১৪ জন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া