adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদাকে নিয়ে আনিসুলের সংশয় প্রকাশ

news_img (1)নিজস্ব প্রতিবেদকঃ দল সমর্থিত প্রার্থীর প্রচারণায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মাঠে নামলে লেবেল প্লেয়িং ফিল্ড থাকবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। 

শুক্রবার দুপুরে রাজধানীর খিলক্ষেতে লোটাস কামাল টাওয়ারের নিজ অফিসে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া যদি নির্বাচনী প্রচারণায় মাঠে নামেন, তাহলে কি লেবেল প্লেয়িং ফিল্ড থাকবে? তবে খালেদা জিয়া মাঠে থাকলে শক্ত একটা যুদ্ধ হবে বলেও মনে করেন আনিসুল হক। 

“তারুণ্যের চোখে কেমন ঢাকা চাই” শীর্ষক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার, মেয়র প্রার্থী আনিসুল হকের সহধর্মীনি ও মোহাম্মাদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক।

আনিসুল হক বলেন, ঢাকাবাসীর জীবনে এক নতুন দিগন্তের উন্মোচন ঘটাতে গত ক’দিন ধরে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। নির্বাচনে জয়ী হতে পারলে এ শ্রমের ফসল অবশ্যই মানুষের হাতেই উঠবে।

এদিকে আগামীকাল শনিবার আনিসুল হক তার নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন বলেও জানান। এ ইশতেহারে চমক থাকছে বলেও জানিয়েছেন এই মেয়র প্রার্থী।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া