adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাভাস্কার-শেবাগ ও দ্রাবিড়ের পাশে পুজারা

Pujaraস্পোর্টস ডেস্ক : কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারতের হয়ে একাই লড়াই করেন চেতশ্বর পূজারা। ওপেনিংয়ে নামা পুজারার অপরাজিত ১৪৫ রানের সুবাদে ৩১২ রানে আউট হয় সফরকারীরা। এমন ব্যাটিংয়ের সুবাদে দেশের হয়ে একটা মাইলফলক স্পর্শ করেন ২৭ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যান।  
এর আগে ওপেনিংয়ে নেমে পুরো ইনিংসে অপরাজিত থাকার রেকর্ড গড়েছিলেন  সুনীল গাভাস্কার, বীরেন্দর শেবাগ ও রাহুল দ্রাবিড়। এবার স্বদেশী কিংবদন্তিদের পাশে নাম লেখালেন পুজারা। সব মিলিয়ে টেস্ট ইতিহাসে মোট ৪৯ জন ব্যাটসম্যান এমন কীর্তি গড়েন।
ভারতের হয়ে সর্বপ্রথম পুরো ইনিংসে অপরাজিত থাকার নজির গড়েন গাভাস্কার। ১৯৮৩ সালে পাকিস্তানের ফয়সালাবাদে সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ১২৭ রান। অবশ্য ওই ম্যাচটিতে ১০ উইকেটের দাপুটে জয় পায় স্বাগতিকরা।
গাভাস্কারের রেকর্ডের পুনরাবৃত্তি ঘটান আরেক তারকা ওপেনার শেবাগ। ২০০৮ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ২০১ রানের অসাধারণ ইনিংস খেলে অপরাজিত থাকেন। শেবাগের ব্যাটিং নৈপুণ্যে সিরিজের দ্বিতীয় টেস্ট ১০ উইকেটে জিতে নেয় ভারত।
পুজারার আগে ভারতের হয়ে সর্বশেষ এমন কীর্তি গড়েছিলেন ‘দ্য ওয়াল’ খ্যাত দ্রাবিড়। চার বছর আগে ওভাল টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ১৪৬ রানের অপরাজিত ইনিংস উপহার দেন এ কিংবদন্তি ব্যাটসম্যান।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া