adv
৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করবে কে? জল্লাদ শাহজাহান নেই

নিজস্ব প্রতিবেদক : কামারুজ্জামানের রিভিউ খারিজ হওয়ার পর একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির আসামি জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জানের ফাঁসির রায় কার্যকরের পালা।
জল্লাদ হিসাবে শাহজাহান একটি পরিচিত নাম। কোনো ফাঁসি কার্যকর হওয়ার বিষয় সামনে আসলেই শাহজাহানের নামটি সামনে চলে আসে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে খোঁজ নিয়ে জানা গেছে শাহজাহান ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেই।

তবে প্রশ্ন দেখা দিয়েছে কে কার্যকর করবে কামারুজ্জামানের ফাঁসির রায়? এর আগে জল্লাদ শাহজাহান ভূঁইয়ার নেতৃত্বে ছয় সদস্যের একটি দল জামায়াতের আরেক সহকারী সেক্রেটারী জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করেছিলেন। কারাগার সূত্র জানা গেছে, শাহজাহান ভূঁইয়া বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেই।

২০১৩ সালের ১২ ডিসেম্বর রাতে জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করেন জল্লাদ শাহজাহান ভূঁইয়া. ফারুক, হামিদ, সারোয়ার, তানভির ও জনি। এদের মধ্যে ফাঁসি কার্যকরের নেতৃত্ব দিয়েছেন জল্লাদ শাহজাহান ভূঁইয়া।
কারাগারের একটি সূত্র জানায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারে এখন শাহজাহান ভূঁইয়া নেই। আর কারা অধিদপ্তরের কাছেও কোন তালিকাভুক্ত জল্লাদ নেই। কোন ব্যক্তির ফাঁসির রায় কার্যকরের সময় কারাগারে বন্দী কয়েদিদের মতামতের ভিত্তিতে জল্লাদ নিয়োগ করা হয়। কেউ যদি স্বেচ্ছায় ফাঁসি কার্যকর করতে চান তাহালে সেই জল্লাদ এক মাসের সাজা মওকুফ পান।
এর আগে শাহজাহান ভূঁইয়া আলোচিত সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের ফাঁসি দিয়েছিলেন।
জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী বলেন, আদালতের আদেশের কপি হাতে পাওয়ার পরে ব্যবস্থা নেবো। এরআগে  এ বিষয়ে কোন কথা বলতে চাইনা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া