adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রান্নার তেলেও উড়ল বিমান

hainan-airlines-400x244আন্তর্জাতিক ডেস্ক : ইতোমধ্যেই সফলভাবে উড়েছে সৌরশক্তিচালিত বিমান। তবে একটা সাফল্যই তো পরবর্তী চেষ্টার চাবিকাঠি। তাই বিজ্ঞান এখানেই থেমে না থেকে এবার আরও একধাপ এগিয়ে বিমানের জ্বালানি হিসেবে ব্যবহার হল ভোজ্যতেল। হ্যাঁ, যে তেলে আমরা রান্না করি, সেই তেলেই বাণিজ্যিক বিমান উড়িয়ে নজির সৃষ্টি করল চীন।
একটি চিনা বিমান পরিবহন সংস্থা যাত্রীবাহী বিমান চালাল জৈব-জ্বালানিতে। এই জ্বালানি তৈরি করা হয়েছে রান্নার তেল থেকে। চিনের হায়নান এয়ারলাইন্স তাদের প্রথম জৈব-জ্বালানিচালিত বিমানটি ওড়ায় সাংহাই থেকে বেইজিং পর্যন্ত। বোয়িং ৭৩৭ যাত্রীবাহী বিমানটিতে বিমানের জ্বালানির পাশাপাশি জৈব-জ্বালানির ব্যবস্থাও রাখা হয়। এবং শেষ পর্যন্ত জৈব জ্বালানির সাহায্যেই সফলভাবে গন্তব্যে পৌঁছায় বিমানটি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া