adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বেহালার বাড়িতেই মূর্তিটা ভালো মানাবে: সৌরভ

MURTIস্পাের্টস ডেস্ক :  ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য বালুরঘাটে সৌরভের ফাইবারের মূর্তি বসানোর উদ্যোগ নেয় দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা৷কথা ছিল সৌরভ নিজে হাতেই বালুরঘাট স্টেডিয়ামের বিকাশ ময়দানে নিজের মূর্তি প্রতিষ্ঠা করবেন৷সেই মতোই শিয়ালদহ থেকে ট্রেনে চরে ভোর পাঁচটায় বালুরঘাট পৌঁছান প্রাক্তন ভারত অধিনায়ক৷ তবে কলকাতা থেকে বালুরঘাট এসেও নিজের মূর্তি প্রতিষ্ঠা করতে পারলেন না মহারাজ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্টেডিয়াম সংলগ্ন যে জায়গায় মূর্তি বসানোর কথা ছিল সেটা সরকারের অধীনে৷‘প্রিন্স অফ ক্যালকাটা’কে ঘটা করে আমন্ত্রণ করে মূর্তি উন্মোচন অনুষ্ঠানের প্রচার করা হলেও এখনও পর্যন্ত এই মূর্তি বসানোর জন্য সরকারের অনুমতিই নাকি নেওয়া হয়নি৷ অথচ বালুরঘাটের রাস্তাঘাটে চোখ রাখলেই নজর কাড়ছে সৌরভের বড় বড় কাট আউট,হোডিং,পোস্টার। দীর্ঘ টালবাহানার পরও সৌরভের মূর্তি প্রতিষ্ঠা করা যায়নি৷ শেষমেশ মূর্তির পর্দা উন্মোচন করেই ফিরে আসেন প্রাক্তন ভারত অধিনায়ক৷ আয়োজকদের পেশাদারিত্বের অজ্ঞতাতই দায়ী করলেন সৌরভ৷ সরকারকেও কটাক্ষ করে সিএবি প্রেসিডেন্ট জানান, ‘আমার মূর্তি নিয়ে এতই যখন সমস্যা, ওটা আমার বেহালার বাড়িতেই মানাবে, ওটা ওখানেই নিয়ে এসে রাখব৷’ করকাতা-২৪

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া