adv
৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পিতৃতুল্য এরশাদের সিদ্ধান্ত উপেক্ষা – ঢাকা উত্তরে লড়বেন ববি হাজ্জাজ

boby-hajjaj_thereport24নিজস্ব প্রতিবেদক : আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা উত্তরের মেয়র পদে ‘নির্দলীয়’ প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ। তিনি পিতৃতুল্য হুসেইন মুমহম্মদ এরশাদ সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন।
শনিবার সকালে বনানীতে নিজের ব্যবসা কার্যালয়ে মতবিনিময় সভায় নিজেকে প্রার্থী ঘোষণা করেন ববি হাজ্জাজ। ইতোমধ্যে হুসেইন মুহম্মদ এরশাদ উত্তরের মেয়র পদে জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাবুলের নাম ঘোষণা করেছেন।
ববি হাজ্জাজ বলেন, ‘আমি নিজেকে নির্দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করছি। এর দুটি কারণ। প্রথমত সিটি কর্পোরেশন নির্বাচন নির্দলীয় নির্বাচন। দ্বিতীয়ত আমি ঢাকার বাসিন্দা। ববি হাজ্জাজ আরও বলেন, ‘জাতির পর দল। দলের ভিতর কোনো কোন্দল হোক এটা আমি চাই না। আমার প্রার্থিতা জাতীয় পার্টিতে কোনো বিভেদ সৃষ্টি করবে না। এরশাদ সাহেবের দোয়া আমার প্রতি ছিল, থাকবে। ববি বলেন, ‘আমি নির্দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করব।’

এ সময় উপস্থিত ছিলেন— জাতীয় পার্টির প্রেসিডিয়াস সদস্য মাসুদ পারভেজ সোহেল রানা, এটিএম গোলাম মওলা, মোস্তাকুর রহমান মোস্তাকসহ ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের শতাধিক নেতা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া