adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টি-২০ শিরোপা পুনরুদ্ধারে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের টি-২০ ভার্সনে কোনো কিছুর নিশ্চয়তা নেই বলে মনে করা পাকিস্তান কোচ মঈন খান। ১৬ মার্চ থেকে বাংলাদেশে শুরু হওয়া টি-২০ বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধার করতে তার দলকে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে মনে করছেন। বুধবার একটি বার্তা সংস্থাকে দেয়া একান্ত সাাৎকারে মঈন বলেন, সুপার আট-এর ম্যাচে অস্ট্রেলিয়া, ভারত এবং ওয়েষ্ট ইন্ডিজের সাথে জয়ী হয়ে ফাইনালে  পৌঁছতে পারলে পাকিস্তানের শিরোপা পুনরুদ্ধারের ভাল সম্ভাবনা আছে। তিনি বলেন, টি-২০ ক্রিকেটে যে কোন কিছুই সম্ভব মাথায় রেখে জয়ের জন্য পরিস্থিতি অনুসারে অবশ্যই খেলোয়াড়দের অতি দ্রুত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। তিনি বলেন, অতীতে এবং বর্তমান সময়ে আমরা দেখেছি সুপার টেন পর্বে নিজেদের দিনে যেকোনো দল একে অপরকে হারাতে সম। সুতরাং খেলোয়াড়দের তাদের শত ভাগ দিতে হবে। তার মতে টি-২০ ক্রিকেটে পাকিস্তানের কম্বিনেশনটা বেশ ভালো। একইভাবে তিনি বলেন, তবে জয়-পরাজয়ের প্রত্যেক খেলোয়াড়ের ধারাবাহিকতা খুবই গুরুত্বপূর্ণ হবে। টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের রেকর্ডটা তুলনামূলক বেশ ভালো। প্রথম আসর ২০০৭ সালে ফাইনালে ওঠে দলটি। এরপর ২০০৯ সালে ইউনিস খানের নেতৃত্বে শিরোপা জয় করে। এরপর ২০১০ ও২০১২ সালে সেমিফানাল  খেলে। টি-২০ বিশ্বকাপের প্রতি আসরে পাকিস্তান কখনোই শেষ চারের আগে বিদায় নেয়নি। মঈন উল্লেখ করেন, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোনো প্রকার ঘাটতি রাখা যাবে না এবং ইতিবাচক ফল পেতে সকল খেলোয়াড়কেই পুরোপুরি ফিট থাকতে হবে। দলটির প্রধান কোচ বলেন, দলের ড্যাশিং অলরাউন্ডার শহিদ আফ্রিদি পুরোপুরি ফিট হয়ে উঠবেন এবং বিশ্বকাপে খেলবেন। টি-২০ বিশ্বকাপে শোয়েব মালিক, কামরান আকমল, সোহেল তানভির এবং জুলফিকার বাবরকে দলে পাচ্ছে পাকিস্তান। জুলফিকার প্রথমবারের মতো বিশ্বকাপে খেললেও মালিক, কামরান এবং তানভির ইতোপুর্বে চারটি আসরেই  খেলেছেন। মঈন বলেন, তিন জনের (মালিক, কামরান, তানভির) বিশাল অভিজ্ঞতার কারনে পাকিস্তান তাদের কাছ থেকে বড় কিছু আশা করছে।এশিয়া কাপের ফাইনালে পৌঁছানোটা ছিল বড় উদ্দীপনার ব্যপার। তবে জিততে না পারাটা ছিল হতাশার। সাবেক এ অধিনায়ক বলেন, বোলিংও ফিল্ডিংটা আমাদের প্রত্যাশা মত হয়নি, বেশ খারাপ হওয়াটা আমাকে ব্যথিত করেছে। দলের পারফরমেন্সে সন্তষ্টি প্রকাশ করে তিনি বলেন, ফাইনালে পৌঁছানোটাই এর প্রমাণ। তবে শিরোপা জয় করতে না পারাটা অবশ্যই তাকে কষ্ট দিয়েছে। এশিয়া কাপে  বোলারদের পারফরমেন্স সন্তষ্ট নন তিনি। তিনি আরো বলেন, বোলিংটা আমাদের মানের হয়নি এবং একটা ম্যাচেও বোলাররা ম্যাচ সেরা হতে পারেনি। যা থেকে সব কিছু  বোঝা যায়। স্ট্রাইক বোলার উমর গুল তার যাদু দেখাতে ব্যর্থ হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, তার সুয়িং এবং ইয়র্কার আমরা পাইনি। ব্যাটসম্যানদের অসাধারণ পারফরমেন্সই দলকে ফাইনালে উঠিয়েছে বলেন তিনি। প্রায় তিন বছর পর দলে ফিরলেও ফাওয়াদ আলমের ব্যাটিংয়ের ভুয়সি প্রশংসা করেন তিনি। মঈন বলেন, আগামী বছর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ফাওয়াদের ব্যাটিং পাকিস্তান দলের জন্য খুবই কাজে আসবে। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া