adv
৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাকিবের পর রুবেলের আঘাত- ভারত ৯৭/২

England v Bangladesh - 2015 ICC Cricket World Cupনিজস্ব প্রতিবেদক : টস জিতে ব্যাট করতে নেমে ২ ওপেনার শিখর ধাওয়ান আর রোহিত শর্মা শুরু থেকেই চড়াও বাংলাদেশের বোলারদের ওপর। দেখেই বোঝা যাচ্ছে ব্যাটিং উইকেট। ১টি উইকেটের বড় প্রেয়োজন ছিল টাইগারদের । তার জন্য বার বার বোলার চেইঞ্জও করেন অধিনায়ক মাশরাফি। 
অবশেষে বল তুলেদেন সাকিবের হাতে । ১৭তম ওভারেই প্রথম বোলিংয়ে এসেই তৃতীয় বলে ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানের উইকেট তুলে নিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিবের বল লাইন ছেড়ে এসে খেলার চেষ্টা করেন ধাওয়ান। তবে বলের ফ্লাইট মিস করায় স্ট্যাম্পিং হয়ে গেলেন মুশফিকের হাতে। দলীয় ৭৫ রানে ৫০ বলে ব্যাক্তিগত ৩০ রানে আউট হলেন ধাওয়ান।

তার বিদায়ের পরে ক্রিজে এসে রুবেল হোসেনের বলে এসে মাত্র ৩ রানে রুবেলের বলে  মুশফিকুর রহিমের হাতে ধরা পরেন ভারতের ব্যাটিং ভরসা বিরাট কোহলি।

এ রিপোর্ট লেখার সময় ২৪ ওভার শেষে ভারতের রান ২ উইকেটে ৯৭ রান। ক্রিজে ৪৮ রানে রয়েছেন রহিত শর্মা। আর ৭ রানে রয়েছেন  রাহানে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া