adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রেক্ষাগৃহে আবারও ৭১-এর মা জননী

movie-1425875457বিনোদন প্রতিবেদক : শাহ আলম কিরন পরিচালিত ৭১-এর মা জননী সিনেমাটি দ্বিতীয়বারের মত মুক্তি পেতে যাচ্ছে। স্বাধীনতা দিবসের গল্প নির্ভর এই সিনেমাটি ২৭ মার্চ শুক্রবার আবারও সারাদেশে মুক্তি পাবে। এর আগে সরকারি অনুদানের মুক্তিযুদ্ধভিত্তিক এ চলচ্চিত্রটি গত বছরের ২৬ ডিসেম্বর একটি হলে মুক্তি পেয়েছিল।
 
এই চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আগুন ও নিপুণ। এ ছাড়া অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, ম. ম. মোর্শেদ, গুলশান আরা, মিশু, রাকিব, আবদুল হালিম আজিজ, স্মরণ, মুরশেদ আলম, লিখন, মাহবুব, এলিনা পারভেজ, রিমা, ঈশিতা পায়েল, সোমা ফেরদৌস, মিমা জামান তিথি, পৃথু, সারোয়ার আলম সৈকত, জুয়েল এবং সাজু মেহেদী, সুমাইয়া, মনিকা, সোহানসহ কয়েকজন শিশুশিল্পী।
 
নির্মাতা শাহ আলম কিরন বলেন, ‘৭১-এর মা জননী সিনেমাটি ২৬ মার্চকে কেন্দ্র করে নির্মিত। তাই এ বছর ২৭ মার্চ সিনেমাটি মুক্তি দিচ্ছি। সরকারি অনুদানের হওয়ায় গত বছরে মুক্তি দিতে হয়েছিল।’
 
আনিসুল হকের ‘জননী সাহসিনী’ উপন্যাস অবলম্বনে ৭১-এর মা জননী চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন মাহফুজুর রহমান খান। এতোদিন যারা নায়িকা নিপুণকে দেখেছেন, তারা এবারে একটু ভিন্ন রূপের নিপুণকে দেখতে পাবেন এ সিনেমার মাধ্যমে। এ চলচ্চিত্রে নিপুণ একজন মুক্তিযোদ্ধা। নিজের স্বামী-সন্তান, এমনকি নিজের সম্ভ্রম হারিয়েও পাক হানাদারদের সঙ্গে লড়াই করেন তিনি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া