adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক দূত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নোয়েলিন হেজার।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ১১টায় উখিয়ার কুতুপালং চার নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিনি।

একাধিক রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেন জাতিসংঘের এই বিশেষ দূত। প্রথমে তিনি বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ই-ভাউচার সেন্টার পরিদর্শন করেন। দিনব্যাপী পরিদর্শনকালে ক্যাম্পে পরিচালিত জাতিসংঘের অন্যান্য সংস্থার কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।

এছাড়া রোহিঙ্গারা ক্যাম্পে বসবাসকারী বেশ কয়েকজন রোহিঙ্গা নর-নারীর সাথে কথা বলেছেন তিনি। মিয়ানমারের সামরিক জান্তার নির্যাতনের শিকার রোহিঙ্গারা তার সাথে খোলামেলা আলাপ-আলোচনা করেন।
সে সময় রোহিঙ্গারা জানান, তারা নিজ দেশে ফিরতে মরিয়া। দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি দাওয়া মেনে নেওয়ারও আহ্বান জানান।

পরে, হেজারের এ সফর নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে সাংবাদিকদের সাথে কথা বলেন ইউএনএইচসিআর’র মুখপাত্র পোর্টিলা রেজিনা।

ইউএনএইচসিআর মুখপাত্র বলেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে কাজ করছে জাতিসংঘ। যা নোয়েলিন হেজারের সফরে গুরুত্ব পাচ্ছে। বিকাল ৫টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করেন তিনি। প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৫ আগস্ট) বাংলাদেশে রোহিঙ্গা আগমনের পাঁচ বছর পূর্ণ হচ্ছে। এ সফর কে ঘিরে তাদের মাঝে এক ধরনের আশার বাণী শোনা যাচ্ছে।

এর আগে সোমবার চারদিনের সফরে ঢাকায় পৌঁছান তিনি। মহাসচিবের দূত হিসেবে নিয়োগের পর গেলো সপ্তাহে প্রথমবারের মতো মিয়ানমার সফরের পরপরই তিনি বাংলাদেশে আসলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া