adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংকট সমাধানে বি. চৌধুরীর তিন শর্ত

b-chowdhuryনিজস্ব প্রতিবেদক : চলমান সংকট সমাধানে বিএনপি চেয়ারপারস খালেদা জিয়াকে বন্ধু রাষ্ট্রের কূটনীতিকদের দেয়া প্রস্তাবের সঙ্গে আরো তিনটি শর্ত জুড়ে দিলেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ড. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। শর্তগুলো মেনে নিলে দেশে গণতন্ত্র ফিরে আসবে বলেও মনে করেন তিনি।
শনিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক সমাবেশে বিকল্প ধারার সভাপতি এসব শর্ত দেন। সমাবেশে বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বন্ধু রাষ্ট্রের কূটনীতিকরা দেশের সংকট সমাধানে খালেদা জিয়াকে তিনটি প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে বিএনপি চেয়ারপারসন ‘রাষ্ট্রপতির অধীনে সবগুলো দলের সমন্বয়ে জাতীয় সরকারের অধীনে অন্তর্র্বতীকালীন নির্বাচন’ প্রস্তাবটি গ্রহণ করেছেন। কিন্তু আমি মনে করি বিএনপির চেয়ারপারসনের মেনে নেয়া প্রস্তাবের সঙ্গে আরো তিনটি শর্ত যুক্ত করলে স্থায়ীভাবে চলমান সংকটের সমাধান হবে।’
 
বদরুদ্দোজা চৌধুরীর দেয়া ৩টি শর্তের প্রথম শর্ত- যেহেতু দশম জাতীয় সংসদ অবৈধ তাই নবম সংসদের নির্বাচিত সদস্যদের নিয়েই রাষ্ট্রপতির অধীনে জাতীয় সরকার গঠন করতে হবে।
দ্বিতীয় শর্ত-গঠিত ওই জাতীয় সরকারে যারা থাকবেন তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না।
 
তৃতীয় শর্ত- জাতীয় সরকার প্রতিষ্ঠার পর তার প্রধান কাজ হবে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন এবং সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে তিন থেকে ছয় মাসের মধ্যে নির্বাচন দেয়া।
বি. চৌধুরী বলেন, ‘দেশ এখন গণতন্ত্রের অপেক্ষায়। যে দেশের ৯০ ভাগ মানুষ গণতন্ত্রের পক্ষে, সেখানে কোনভাবেই গণতন্ত্র ধ্বংস করা যাবে না। পেট্রোল বোমা মেরে সংহিসতা করাকে যেমন আন্দোলন বলা যায় না। ঠিক তেমনি বিচারবহির্ভূতভাবে একজন মানুষ হত্যা করাও গণতন্ত্রকেই হত্যা করা।’
 
তবে দেশে নির্বাচনের প্রয়োজন আছে কিনা তা যাচাই করতে গণভোটের কথা বললেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক।
 
সমাবেশে রফিক-উল হক সরকারের উদ্দেশে বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচন যদি বির্তকিত না হয়ে থাকে, তাহলে এখন নির্বাচনের প্রয়োজন আছে কিনা তা যাচাই করতে একটি গণভোট দিন। তাহলেই সব সমস্যার সমাধান চলে আসবে।’
আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন- খালেদা জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদ, ড্যাবের সভাপতি অধ্যাপক আজিজুল হক, ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন প্রমুখ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া