adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংসদে ৪ তরুণ মন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন!

আসাদুজ্জামান সম্রাট : নবম জাতীয় সংসদে জাতীয় ও আঞ্চলিক ইস্যুতে ঝড় তুলেছিলেন রাজশাহীর সংসদ সদস্য শাহরিয়ার আলম ও নাটোর সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলক। নতুন সরকারের প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ার পর থেকেই সংসদ কার্যক্রমে অংশগ্রহণ তো নয়ই সংসদে গর হাজির থাকছেন। এ তালিকায় প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও উপমন্ত্রী আরিফ খান জয়ও রয়েছেন। এদের সংসদে দেখা যায় কালে-ভদ্রে।
সংসদের সদ্য সমাপ্ত চতুর্থ অধিবেশনে এদের গড়ে ৩ দিন সংসদে দেখা গেছে। সংক্ষিপ্ত অধিবেশনটি ছিল ১০ কার্যদিবসের। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্বের দিনে সংসদে এসেছিলেন। ১ ঘণ্টার প্রশ্নোত্তর পর্বটি শেষ হতেই হাওয়া তিনি। সংসদ চলাকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে নির্বাচনি এলাকায় যেতে দেখা গেছে হেলিকপ্টারে চড়ে।
বিদ্যুৎ বিভ্রাটের কারণেই সংসদে কম ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় সংসদে এসে বেশি সময় বসতে পারেন না। দুদিন তিনি সংসদে এসেছিলেন কয়েক মুহূর্তের জন্য। ৩০ নভেম্বর অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দৃষ্টিকটুভাবে কথা বলতে গিয়ে ‘ধমক’ও খেয়েছেন।
শুধু সর্বশেষ অধিবেশনেই নয়, চলতি বছর অনুষ্ঠিত সংসদের ৪টি অধিবেশনেই তাদের অনুপ¯ি’তি ছিল নিয়মিত ব্যাপার। আবার কোনো দিন সংসদে আসার কিছুক্ষণের মধ্যেই সংসদ কক্ষ ত্যাগ করতে দেখা গেছে।

এর ব্যাখ্যাও রয়েছে এসব প্রতিমন্ত্রী-উপমন্ত্রীদের হাতে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনুপস্থিত থাকলেও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সংসদ কার্যক্রমে অংশগ্রহণ করেছেন নিয়মিত। প্রতিমন্ত্রী জানিয়েছেন, তার উপজেলা ও জেলা সম্মেলন নিয়ে ব্যস্ততার কারণেই সংসদে কম আসতে পেরেছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া