adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আদালতের রায় প্রত্যাখ্যান – গণজাগরণ মঞ্চের মশাল মিছিল

Gonojagoron-1424792978নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক অপরাধ আদালত মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত পলাতক জাতীয় পার্টির নেতা আবদুল জব্বারের আমৃত্যু কারাদণ্ড দেওয়ায় রায় প্রত্যাখ্যান করেছে গণজাগরণ মঞ্চ।
 মঙ্গলবার দুপুরে রায়ের পরপরই শাহবাগ প্রজন্ম চত্বরে ক্ষোভ প্রকাশ করে তা প্রত্যাখ্যানের ঘোষণা দেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। তাতক্ষণিক প্রতিবাদে শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত একটি প্রতিবাদী মিছিল করে তারা। এরপর সন্ধ্যায় আবারও একটি প্রতিবাদী মশাল মিছিল বের করে গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা।
মশাল মিছিল শেষে ডা. ইমরান এইচ সরকার বলেন, আবদুল জব্বারের বিরুদ্ধে আনীত সবকয়টি অভিযোগ প্রমাণিত হওয়ার পরও বয়স বিবেচনা করে তার সর্বোচ্চদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। তার অপরাধ প্রমাণের পরও যে শাস্তি দেওয়া হয়েছে তা অপ্রত্যাশিত। কোনোভাবেই সেটা গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, এর আগেও যুদ্ধাপরাধী আবদুস সুবহানের রায় দেওয়ার সময় আন্তর্জাতিক অপরাধ্ আদালত বলেছিলেন যুদ্ধাপরাধীদের বিচারে তাদের বয়সের বিবেচনা করার সুযোগ নেই। কারণ তারা যে অপরাধ করেছে সেটা ১৯৭১ সালে। তারা যখন শত শত মানুষকে হত্যা করেছে, গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিয়েছে, তখন তারা বয়স বিবেচনা করে কাউকে ছেড়ে দেয়নি বা হত্যা থেকে বিরত থাকেনি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া