adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পাহাড়-কোলে সালাহ উদ্দিনের বিলাসী জীবন

untitled-1_76000ডেস্ক রিপোর্ট : চারদিক সুনসান। মেঘের কোলে হালকা রোদ।শান্ত, স্নিগ্ধ।শিলংয়ের এমনই চোখজুড়ানো পরিবেশে অবস্থিত সানরাইজ গেস্ট হাউজ। দুইতলা বাড়িটির নিচতলার দুই রুম ভাড়া নিয়েছেন বিএনপির বহুল আলোচিত নেতা সালাহ উদ্দিন আহমেদ। যিনি দাবি করছেন, তাকে অপহরণ করে কে বা কারা ভারতের মেঘালয় রাজ্যে ফেলে যায়। প্রতিটি রুমের ভাড়া দিনপ্রতি চার হাজার টাকা। সালাহ উদ্দিন আপাতত দুই মাসের জন্য এখানে উঠেছেন।
সানরাইজ গেস্ট হাউজে যেয়ে দেখা যায়, প্রতিটি রুমই রাজকীয়। প্রত্যেক ফ্লাটে চারটি বেডরুম, বাথরুম। ড্রইংরুম। সুসজ্জিত লাইব্রেরি। আর সামনে বিশাল খোলা বারান্দা। পাশেই ছোটো একটা মদের বার।
গতকাল ২৬ জুলাই সালাহ উদ্দিনের সঙ্গে দেখা করতে গেলে তাকে পাওয়া গেছে ঠিকই, তবে তেমন একটা কথা বলতে চাননি। গেস্ট হাউজ সূত্রে জানা যায়, চাহিদা মতো প্রতিদিন সালাহ উদ্দিনের রুমে চারটি পত্রিকা দেয়া হচ্ছে। এর মধ্যে একটি বাংলা অন্য তিনটি ইংরেজি। সবকটি পত্রিকা আসাম থেকে প্রকাশিত হয়।
সালাহ উদ্দিনের দেখাশুনা করছেন তার ব্যক্তিগত সহকারী। সেই সঙ্গে রুমের দায়িত্বে রয়েছেন একজন ম্যানেজার, দুই জন করে কেয়ারটেকার এবং মালী।  এই  স্থানটি অভিজাত এলাকা হিসেবে পরিচিত। সেই সঙ্গে সুরক্ষিত। গেস্ট হাউজের পাশেই ভারতীয় বিমান বাহিনী ও গোয়েন্দা সংস্থার স্থানীয় দপ্তর। এখানে থাকতে দুই মাসে সালাহ উদ্দিনের খরচ হবে প্রায় তিন লাখ টাকা! গেস্ট হাউজে বসে টাকার উতস সম্পর্কে জানতে চাইলে, ‘নিরাপত্তাজনিত কারণে’ কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
গত বুধবার শিলং কোর্টে এই প্রতিবেদকের সঙ্গে একবার দেখা হয় বিএনপির এই যুগ্মমহাসচিবের। তখন অবশ্য কথা বলতে রাজি হয়েছিলেন।
‘শিলংয়ে কেমন আছেন’, প্রশ্ন করতেই পান চিবতে চিবতে বলেন, ‘ভাল নেই। ডাক্তার দেখানো দরকার। পিঠের ব্যথা দিন দিন বাড়ছে। সার্জারির ঝুঁকি নিতে চাচ্ছি না।’

‘বাড়ি যেতে চান না?’ শুনেই এক পলকে উত্তর দেন, ‘অবশ্যই। কিন্তু এটা একটা আইনি প্রক্রিয়া, তাই কোনো মন্তব্য করতে চাই না। আমার আইনজীবী এ বিষয়ে কথা বলবেন।’ বলতে বলতে পাশে দাঁড়িয়ে থাকা আইনজীবী এসপি মহন্তকে দেখিয়ে দেন। প্রশ্ন করার আগেই মুচকি হেসে মহন্ত বলেন, ‘এ বিষয়ে এখনো কথা বলার সময় আসেনি।’

‘ঈদ কেমন কাটলো?’

এই প্রথম বিষণ্ণ মনে হয় সালাহ উদ্দিনকে। কিছুটা থেমে জবাব দেন, ‘দীর্ঘ সময় পর বাড়ির বাইরে, পরিবার ছাড়া ঈদ করলাম। বুঝতেই পারছেন কেমন কেটেছে।’

‘ভাড়া করা গেস্ট হাউজে কতদিন থাকবেন?’

‘বেশি দিন ওখানে থাকতে চাই না। অন্য কোথাও যাওয়ার চিন্তা করছি।’ বলেন সালাউদ্দিন।

ভিনদেশে থেকেও সালাউদ্দিন বাংলাদেশ ক্রিকেটের খবর রাখতে ভুলছেন না।  পাকিস্তান, ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জেতায় বাংলাদেশ দলের প্রশংসা করেন তিনি। বিশেষ করে বললেন   মুস্তাফিজুর এবং সৌম্য সরকারের নাম।

ভাড়া মেটাচ্ছে কে?

এই প্রশ্নের উত্তর সালাহ উদ্দিনের কাছ থেকে না পেয়ে ‘অন্য চেষ্টা’ করা হয়। ভারতীয় গোয়েন্দা সূত্র জানায়, ৬০ দিনের জন্য সালাহ উদ্দিনের বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই লাখ ৯০ হাজার টাকা দেয়ার কথা থাকলেও তিনি এখন অবধি ৮০ হাজার টাকা পরিশোধ করেছেন। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি তাকে এই টাকা দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

শিলং পুলিশের উচ্চপদস্থ এক কর্তা বলেন, ‘অবৈধভাবে কোনো টাকা লেনদেন হচ্ছে কিনা সে বিষয়টি আমরা তদন্ত করে দেখব। একজন প্রবেশকারী কীভাবে, কোথা থেকে টাকা পাচ্ছেন, সেটা আমাদের জানা দরকার। ’

নাম প্রকাশ না করার শর্তে আরেক কর্তার অনুমান, ‘স্থানীয় কিছু ব্যবসায়ীর সঙ্গে সালাহ উদ্দিনের সুসম্পর্ক রয়েছে। সম্ভবত তারা অর্থ পরিশোধ করছেন।’

গেস্ট হাউজের ম্যানেজার হিলাবার্থ মারথো বলেন, ‘ওনার ভাইপো পরিচয় দিয়ে সাফায়েত হোসেন নামের এক ব্যক্তি ৬০ হাজার টাকা পরিশোধ করেছেন। বাকী টাকা এখনো আমরা পাইনি।’

বিএনপির এই নেতাকে ১১ মে মেঘালয় পুলিশ অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করে। পরিবারের সদস্যরা দাবি করেন, ১০ মার্চ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উত্তরার একটি বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া