adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘাট পারাপারে আধুনিক যানবাহনের দাবি মহেশখালিবাসীর

1-9_1জামাল জাহেদ,মহেশখালি : কক্সবাজারের ৬ নং ঘাটে যাত্রীপ্রতি অবৈধ ৫ টাকা টোল আদায় বন্ধ  করে মহেশখালীতে উন্নত ও নিরাপদ লঞ্চ সার্ভিস চালু করার দাবি জানিয়েছেন দ্বীপের নেতৃবৃন্দ। সম্প্রতি মহেখালী উপজেলা ও পৌরসভা সিটিজেন ফোরাম আয়োজিত মহেশখালী উপজেলা সদরে অনুষ্ঠিত এক মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি তোলা হয়। বক্তারা বলেন, এ দ্বীপে অনেক নেতা এসেছেন এবং গেছেন কিন্তু মহেশখালী-কক্সবাজার ফেরিঘাটের দুরবস্থা লাঘবের জন্য কোনো রাজনৈতিক নেতা কোনো কাজ করেন নি; তারা শুধু এই দুর্দশাকে পুঁজি করে ব্যবসা  করেছেন, টাকা কামিয়েছেন। সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে জেলা থেকে উপজেলার যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে কিন্তু মহেশখালীর মানুষ তার সুযোগ পায়নি মহেশখালী দ্বীপের পারাপারের দুরাবস্থা যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেছে। বক্তারা আরো বলেন, দ্বীপের মানুষের জেলা শহরে যেতে-আসতে পকেট ভর্তি টাকা খালি হয়ে যায়, দুই-তিনশত টাকা বোট ভাড়া ও ঘাটে টোল দিতে দিতে চলে যায়। তারা বলেন, গরিব মানুষের উপর জুলুম বেশি করে ঘাটওয়ালারা। মানববন্ধনের সমাবেশে বিভিন্ন বক্তারা বলেন, ‘কক্সবাজার শহর থেকে কিনে হাতে করে কেউ কোনো জিনিস আনতে পারে না, যেন বর্ডার ক্রস করে অবৈধ মাল আনছে, তার জন্য ঘাটে জুলুম করে টেক্স আদায় করে। ঘাটের টাকা দিতে দিতে গরিব মানুষের পকেটে আর খাবারের টাকা থাকে না। গরিব মানুষ ও নারী-শিশুদের উপর জুলুম বেশি করে ঘাটওয়ালারা। বক্তারা সমাবেশে সার্বিক যাতায়াত ব্যবস্থায় পরিবর্তন আনার জন্য সরকারের যথাযথ কর্তপক্ষের নিকট ১১ দপা পেশ করেন। উক্ত দাবিসমূহ সমাবেশে পাঠ করে শোনানো হয়। উক্ত সামবেশ থেকে ১১টি দাবী তোলে দরা হয়েছে। দাবিসমূহ হলো- যাত্রী পারাপারের সাধারণ বা প্রধান বাহন বোট সার্ভিসকে পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে উন্নয়ন সাধন করতে হবে। মান্দাতার আমলের ধীরগতির বোটের পরিবর্তে সী ট্রাক বা আসন ও ছাউনিবিশিষ্ট দ্রুতগামী ও নিরাপদ লঞ্চ সার্ভিস চালু করতে হবে যা মহেশখালী-কক্সবাজার ফেরিঘাটের উপযোগী এবং তা অবশ্যই সময়সূচি মেনে চলতে হবে। কক্সবাজার ৬ নং ঘাটে যাত্রীভাড়ার অতিরিক্ত নৌকায় উঠতে-নামতে জনপ্রতি ৫ টাকা/ ৩ টাকা বেআইনী টোল আদায় বন্ধ ও বাতিল করতে হবে। মহেশখালী-কক্সবাজার ফেরিঘাটের উভয় পাশে সাইনবোর্ডে লিখে মালামালের টোল আদায়ের তালিকা প্রকাশ্যস্থানে টাঙাতে হবে। জেলা সদর থেকে উপজেলা সদরের পরিবহন ভাড়া কক্সবাজার জেলার অন্যান্য উপজেলার দূরত্বের সাথে সামঞ্জস্য রেখে পুন:নির্ধারণ করতে হবে এবং জলপথের ভাড়া কম বিবেচনায় রেখে তা নির্ধারণ করতে হবে। ভাড়া প্রদানযোগ্য শিশুর ন্যুন্যনতম বয়স প্রকাশ্য স্থানে উল্লেখ থাকতে হবে। প্রতি বোটের যাত্রী পরিবহনের উপযুক্ত ফিটনেস সার্টিফিকেট বোটের গায়ে সেঁটে দিতে হবে। উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত চালক দ্বারা বোট পরিচালনা করতে হবে। যাত্রী বহনকারী সকল প্রকার যানবাহনে লাইফ জ্যাকেট মওজুদ রাখা বাধ্যতামূলক করতে হবে। স্পীডবোট বা নৌকায় শিশু শ্রমিক নিয়োগ বন্ধ করতে হবে (বর্তমানে প্রায় সকল স্পীডবোটে ১০/১২ বছরের শিশু কাজ করে)। ‘বোট এলে বোট যাবে’ এই খামখেয়ালী যাত্রী পরিবহন নীতি পরিত্যাগ করে যাত্রী সাধারণের অবাধ যাতায়াতকে গতিশীল রাখতে হবে এবং বোটের কৃত্রিম সংকট তৈরি করে ঘাটে যাত্রী আটকে রাখা চলবে না। যাত্রী পরিবহন ব্যবসা সেবামূলক ব্যবসা। যাত্রী সাধারণের সাথে বোটের মাঝি-মাল্লাদের উদ্যত ও মারমুখি আচরণ পরিত্যাগ করে সদাচারণ করতে হবে। 
সকল প্রকার বোটের গায়ে মালিকের ও ড্রাইভারের নাম লেখা থাকবে যাতে যে কোনো বোটের বিরুদ্ধে অসদাচরণের জন্য অভিযোগ করা যায়। ঘাটের দুই পাশে অভিযোগ করার ঠিকানা ও মোবাইল নম্বর সাইনবোর্ড দিয়ে লিখে টাঙাতে হবে। যাত্রী সাধারণের ও প্রশাসনের প্রতিনিধি সম্বলিত একটি ৭ সদস্যবিশিষ্ট ঘাটের অনিয়ম তদারকীর জন্য একটি নজরদারী কমিটি গঠন করতে হবে। উক্ত কমিটি মাসে একবার সভায় মিলিত হবে এবং তার তারিখ নির্ধারিত থাকবে কিংবা সর্বসাধারণের অবগতির জন্য সভার তারিখ পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে সর্বসাধারণকে অবগত করবে। ঘাটের উভয় পাশে টয়লেট সম্বলিত যাত্রী ছাউনী স্থাপন করতে হবে এবং তাতে যাত্রীর বসার আসনের ব্যবস্থা করতে হবে। ফেরিঘাটের উভয় পাশে ভঙ্গুর জেটি নিয়মিত মেরামত করতে হবে এবং জেটিকে যাত্রী চলাচলের উপযোগী ও উন্নত রাখতে হবে। মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন মহেশখালী আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব  আনোয়ার পাশা চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা নুরুল আমিন, মহেশখালী কলেজের সাবেক অধ্যক্ষ মকবুল আহমেদ, বাপা কেন্দ্রীয় কমিটির সদস্য ও পালস্ বাংলাদেশ এর নির্বাহী প্রধান সাইফুল ইসলাম চৌধুরী কলিম, মহেশখালী উপজেলা সিটিজেন ফোরামের সভাপতি মো: নুরুল আমিন, মাতারবাড়ি সিটিজেন ফোরামের সভাপতি ইঞ্জিনীয়ার জিয়া উদ্দিন চৌধুরী,  উপজেলা সিটিজেন ফোরামের সাধারন সম্পাদক শামিমা হক সোমা,  ছোট মহেশখালী সিটিজেন ফোরামের সভাপতি মাষ্টার বদিউল আলম, কুতুবজুম সিটিজেন ফোরামের সভাপতি মাষ্টার আব্দুল হাকিম, বড় মহেশখালী সিটিজেন ফোরামের সভাপতি মোজাম্মেল হক বাহাদুর ,সদস্য মো: সফি,  পৌরসভা সিটিজেন ফোরামের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক রীনা রানী,  পৌরসভা সিটিজেন ফোরামের সাংগঠনিক সম্পাদক  ও  গণমাধ্যম কর্মী আবুল বশর পারভেজ, মহেশখালী ব্যবসায়ী সমিতির সভাপতি মৌ: আবু সালেহ, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এস এম বেলাল সওদাগর, মহেশখালী ডিগ্রি কলেজের অধ্যাপক আশিষ চক্রবর্তি, সাবেক ছাত্রনেতা আব্দুল সালাম বাঙ্গালী, পৌর বিএনপির সাধারন সম্পাদক সালেহ উদ্দিন রতন, উপজেলা লীগের আহবায়ক আব্দুল মান্নান,প্রভাষক মোস্তফা কামাল সোহাগ,  ধলঘাটা ইউনিয়ন চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু, উপজেলা সিটিজেন ফোরামের সদস্য রশিদ আহমেদ, উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশনের আজীবন সদস্য ও মাসিক দ্বীপাঞ্চল পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মুক্তিযুদ্ধা আবু জাফর ছিদ্দিকী, যুবনেতা সাদেক উল্লাহ ছিদ্দিকী, এনজিও প্রতিনিধি এস এম ইকবাল হোসেন, তৌফিকুর রহমান প্রমুখ।মানববন্ধন শেষে সিটিজেন ফোরামের নেতৃবৃন্দ নৌ পরিবহণ মন্ত্রী, বিভাগীয় কমিশনার চট্টগ্রাম, জেলা প্রশাসক কক্সবাজার, স্থানীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্বারকলিপি প্রদান করেন। উক্ত মানববন্ধনে একমত পোষন করে   মহেশখালী মানব কল্যাণ পরিষদ, গোলশান সোসাইটি, দলিল লেখক সমিতি,পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার, মুক্তি কক্সবাজারসহ, চট্টগ্রামস্থ মহেশখালী মানব কল্যাণ ঐক্য পরিষদ, মহেশখালী নিউজ,কক্সবাজার  সংবাদ, মহেশখালীর সব খবর, কক্সবাংলা নিউজ ডটকম, প্রবাসী কল্যাণ সমিতিসহ বিভিন্ন বেসরকারীও সামাজিক সংগঠন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া