adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কারও দয়ায় জিয়াউর রহমান খেতাব পাননি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়াউর রহমান কারও দয়ায় খেতাব পাননি। মুক্তিযুদ্ধে অসমান্য অবদানের জন্য স্বাধীনতা পরবর্তী সরকার বীর উত্তম খেতাব দিয়েছিল তাঁকে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ শনিবার এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, স্বাধীনতা কোনও দল বা গোষ্ঠীর নিজস্ব সম্পতি নয়। কে কার খেতাব কেড়ে নিল তাতে জনগণের কিছু যায় আসে না। জিয়াউর রহমানকে ইতিহাস ধারণ করছে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। স্বাধীনতা যুদ্ধে কার কি অবদান তার মর্যাদা দিতে হবে। বিএনপি কারও সম্মানে আঘাত হানে না।

ফখরুল বলেন, জিয়াউর রহমানের অবদানকে যারা অস্বীকার করছে, তারা স্বাধীনতা যুদ্ধে বিশ্বাস করে না। স্বাধীনতার বিষয়ে কাউকে খাট করা বিএনপির উদ্দেশ্য নয়। ৭ মার্চের ভাষণকে খাটো করে দেখে না বিএনপি। তবে সে ভাষণেই যুদ্ধ হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি বলেন, জাতিকে বিভক্ত করেছে সরকার। গণতন্ত্রহীনতা কি স্বাধীনতার চেতনা? কথা বলার স্বাধীনতা নেই। ডিজিটাল আইন করে কণ্ঠরোধ করা হচ্ছে। দেশকে কোনও পরিবারের একান্ত সম্পত্তিতে পরিণত করা যেন না হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া