adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুরুষের পেট থেকে যমজ বাচ্চা জন্ম

BABU-1423458752আন্তর্জাতিক ডেস্ক : ‘পুরুষ’ জন্ম দিলেন ফুটফুটে যমজ বাচ্চা!  ভারতের মিরাটে পুরুষের জিন নিয়ে জন্ম নেওয়া এক নারী দীর্ঘদিন চিকিতসার মাধ্যমে শনিবার হাসপাতালে সুস্থ যমজ বাচ্চা জন্ম দিতে সক্ষম হয়েছেন।
ভারতীয় চিকিতসকরা এটাকে বিশ্বে অবিশ্বাস্য লাখো ঘটনার মধ্যে অন্যতম মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন। ওই নারীর চিকিতসক সুনীল জিন্দাল বলেন, ‘মায়া মীরা (পরিবর্তিত নাম) শনিবার যমজ বাচ্চা জন্ম দিয়েছেন। যমজের একটি ছেলে ও একটি মেয়ে। তারা সুস্থ রয়েছে। এই ঘটনা মেডিক্যাল সায়েন্সে একটি ঐতিহাসিক ঘটনা। বাচ্চা জন্ম দেওয়ার দীর্ঘদিনের প্রবল বাসনা সত্যি হয়েছে মায়ার।’ খবরে বলা হয়, মায়ার বাহ্যিক আচরণ মেয়েলি। কিন্তু তার শরীরে পুরুষের জিনগত কাঠামো বিদ্যমান ছিল। মেডিক্যালের ভাষায় এটাকে এক্সওয়াই জোনোডাল জায়াজেনেসিস রোগ বলে।
সন্তান জন্মদানের জন্য তার এই পুরুষ প্যাটার্নের এক্সওয়াই ক্রোমোজম পরিবর্তন ও চিকিতসার জন্য ভারতের নেতৃস্থানীয় ঋতুস্রাব ও বয়ঃসন্ধি বিশেষজ্ঞ চিকিতসকদের দ্বারস্থ হন তিনি। তার শরীরে লোম ও মুখে দাড়ির জন্য তাকে প্রায়ই শেভ করতে হতো। তবে তার শরীরে সন্তান জন্মদানের জরায়ু ছিল।
এমতাবস্থায় তিনি হরমোন ও গাইনি চিকিতসা নিলে মেয়েলি জিন ফিরে পাবেন এবং এমনকি বাচ্চা জন্মদানেও সক্ষম হবেন এমন ধারণা পাওয়ার পরই চিকিতসা নেওয়া শুরু করেন তিনি। জিন্দাল বলেন, ‘সন্তান ধারণে সক্ষম জরায়ু তৈরি করার চ্যালেঞ্জ আমরা নিই। আর তা করতে সক্ষম হই।’

তিনি আরো বলেন, ‘জরায়ুতে মানুষের দান করা ডিম্বাশয় স্থাপন করে ভ্রূণ পরিণত করা হয়। এরপর একসময় সে গর্ভবতী হয় ও তার অন্যান্য সমস্যাগুলো প্রতিরোধ করে চিকিৎসকরা।
ভারতের বন্ধ্যাত্ব সোসাইটির চিকিতসক কেডি নায়ার বলেন, ‘এ রকম মেয়ে রোগীদের বাচ্চাদানের সফলতার ঘটনা হাতে গোনা চার থেকে পাঁচটি। এটা চিকিতসার ক্ষেত্রে ঐতিহাসিক অর্জন।’      
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া