adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিসিবি একাদশের বিপক্ষে ব্যাটিংয়ে আফগানিস্তান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে মুখোমুখি হওয়ার আগে নিজেদের ঝালিয়ে নিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বিপক্ষে মাঠে নেমেছে আফগানিস্তান। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে রোববার সকালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে রশিদ খানের দল।

অতিথিদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য অভিজ্ঞ আর নতুনদের মিশেলে বিসিবি একাদশ সাজানো হয়েছে। স্বাগতিক দলের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের কাঁধে। তবে আফগানদের বিপক্ষে টেস্ট দলে সুযোগ পেয়েছেন এমন কোনো ক্রিকেটারকে রাখা হয়নি দলে। অভিজ্ঞদের মধ্যে প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশে রয়েছেন নাঈম ইসলাম, এনামুল হক বিজয়, ফজলে মাহমুদ রাব্বিরা।

৫ সেপ্টেম্বর সিরিজের একমাত্র টেস্টে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।
টেস্টের পর ১৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে শুরু হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ।
আফগানিস্তান দল: আসগর আফগান, আহমেদ শিরজাদ, এহসানুল্লাহ জাদরান, রহমত শাহ, হাসমতউল্লাহ শহিদি, মোহাম্মদ নবী, রশিদ খান (অধিনায়ক), মোহাম্মদ ইয়ামিন, শাপুর জাদরান, আফসার খান, কায়েস আহমেদ, মোহাম্মদ জাভেদ, ইকরাম আলি, ইব্রাহিম জাদরান ও জহির খান।

বিসিবি একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), ফারদিন অনি, সাব্বির হোসেন, আল আমিন জুনিয়র, নাঈম ইসলাম, এনামুল হক বিজয়, ফজলে মাহমুদ রাব্বি, মানিক খান, সুমন খান, সালাউদ্দিন শাকিল, জুবায়ের হোসেন লিখন, মেহেদি হাসান রানা, আসাউল্লাহ গালিব ও ইরফান শুক্কুর

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2019
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া