adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বব্যাংক কঠিন করেছে ঋণের শর্ত

imgresনিজস্ব প্রতিবেদক : গ্রেস পিরিয়ড কমিয়ে আনাসহ কয়েকটি ক্ষেত্রে বাংলাদেশের জন্য প্রদেয় ঋণের শর্ত কঠিন করেছে বিশ্বব্যাংক। এতে গ্রেস পিরিয়ড-পরবর্তী ১০ বছরে বার্ষিক ২ শতাংশের পরিবর্তে ৩ দশমিক ১২৫ শতাংশ হারে ঋণ পরিশোধ করতে হবে। ফলে আগামী অর্থবছর থেকে বাজেটে বেদেশিক অর্থ পরিশোধের চাপ বাড়বে। সং¯’াটির অঙ্গপ্রতিষ্ঠান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) মাধ্যমে ঋণের ক্ষেত্রে এ ধরনের শর্ত আরোপ করা হয়েছে।
বিশ্বব্যাংকের ঋণের ক্ষেত্রে আগে গ্রেস পিরিয়ড ছিল ১০ বছর। গ্রেস পিরিয়ডে কেবল সুদ পরিশোধ করতে হয়। কিন্তু নতুন শর্তে তা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ছয় বছর। একই সঙ্গে ঋণ পরিশোধের সময়সীমাও ৪০ থেকে কমিয়ে ৩৮ বছর করা হয়েছে। পাশাপাশি গ্রেস পিরিয়ড শেষ হওয়ার পরের ১০ বছরে যেখানে বার্ষিক ২ শতাংশ হারে মূল ঋণের কিস্তি পরিশোধের সুযোগ ছিল, সেখানে পরিবর্তন এসেছে। এখন থেকে নতুন ঋণের ক্ষেত্রে গ্রেস পিরিয়ড-পরবর্তী ১০ বছরে ৩ দশমিক ১২৫ শতাংশ হারে ঋণ শোধ করতে হবে।
সংশ্লিষ্টরা বলেছেন, নতুন শর্ত আরোপের ফলে বাজেটে চাপ বাড়বে। কারণ একদিকে গ্রেস পিরিয়ড যেমন কমে যাচ্ছে, তেমনি বেশি হারে ঋণ পরিশোধও করতে হবে। তাতে বেদেশিক ঋণ পরিশোধে বাজেটের ওপর হঠাৎ করে চাপ বাড়বে।
বিশ্বব্যাংকের ঢাকা মিশন সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংকের বোর্ড অব গভর্নরস সংস্থাটির আর্থিক দিক বিবেচনায় নিয়ে শর্তে পরিবর্তন এনেছে। এক হিসাবে দেখা গেছে, আগের ঋণগুলো থেকে সং¯’াটির মুনাফা হচ্ছে না। ফলে পরিচালন ব্যয় মোকাবেলায় সমস্যায় পড়তে হচ্ছে। এ কারণে শর্ত কঠিন করা হয়েছে।
এ বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা মিশনের প্রধান ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন বলেন, তাদের নীতিমালায় কিছুটা পরিবর্তন এসেছে। তাতে ঋণ পরিশোধের সময়সীমা কমিয়ে আনা হয়েছে। তবে নতুন শর্ত কেবল নতুন ঋণের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
তিনি বলেন, ঋণের শর্তে পরিবর্তন আসায় ভবিষ্যতে আরো বেশি ঋণ পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন বলেন, বিশ্বব্যাংক ঋণের শর্তে কিছুটা পরিবর্তন এনেছে। তার পরও তুলনামূলক সহজ শর্তে ঋণ দিচ্ছে সংস্থাটি। নতুন শর্তের আওতায় নেয়া ঋণের নিট প্রেজেন্ট ভ্যালু অনেক বেশি। এজন্য কোনো সমস্যা হবে না। তাছাড়া ঋণের এসব শর্তের ক্ষেত্রে আমাদের কিছুই করার নেই।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া