adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুধু বাংলাদেশ নয়- পুরো উপমহাদেশ নিয়েই শঙ্কায় অস্ট্রেলিয়া

l2eC69xM68Pmডেস্ক রিপোর্ট : ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকির বিষয়ে শুধু বাংলাদেশ নয়, পুরো এশিয়া মহাদেশ নিয়েই তাদের শঙ্কার কথা জানিয়েছে অস্ট্রেলিয়া। সকালে ঢাকায় এসে ‘ক্রিকেট-অস্ট্রেলিয়ার’ নিরাপত্তা বিভাগের প্রধান শন ক্যারলের সঙ্গে বৈঠকের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, সোমবার স্বররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আরো একটি বৈঠকে বসবে অস্ট্রেলিয়ার পর্যবেণ দল।

সকাল সাড়ে ১১টায় মালয়েশিয়ান এয়ারলাইন্সে চড়ে ঢাকায় পৌঁছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিকিউরিটি চিফ শন ক্যারল। তার সঙ্গে আরো একজন। এই দুই জনই ঢাকা এসেছেন অস্ট্রেলিয়ার সিরিজে বাংলাদেশের নেওয়া নিরাপত্তা পরিকল্পনা যাচাই করতে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গাড়ি সরাসরি পৌঁছে গুলশানে অস্ট্রেলিয়ান হাইকমিশনে। দুপুর সাড়ে ১২টায় হাইকমিশনের ভেতরে যান তারা।

দুপুর পৌনে ২টায় অস্ট্রেলিয়ান হাইকমিশনে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান এমপি। তার সঙ্গে ছিলেন বিসিবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুব আনাম ও ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

প্রায় আধাঘণ্টার সংপ্তি বৈঠক শেষে বেড়িয়ে আসেন তারা। অস্ট্রেলিয়ান হাইকমিশন ভবনের গেইটে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নাজমুল হাসান। তিনি জানান, শুধু বাংলাদেশ নিয়েই নয় নিরাপত্তা ইস্যুতে ক্রিকেট অস্ট্রেলিয়ার উদ্বেগ- পুুরো এশিয়ান সাব-কন্টিনেন্ট ঘিরে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান এমপি জানান, অস্ট্রেলিয়া তাদের নিজস্ব স্বার্থে আঘাত আসা নিয়ে শঙ্কিত। শুধু বাংলাদেশেই নয় তাদের আশঙ্কার তালিকায় আছে ভারত, পাকিস্তান, শ্রীলংকার মতো উপমহাদেশীয় অন্যান্য দেশ।

বাংলাদেশ নিয়ে যে শুধু শঙ্কিত তারা বিষয়টি তা নয়। সামগ্রিক পরিস্থিতিতে টিম অস্ট্রেলিয়ার সফর নিয়ে তাদের মধ্যে ভীতি কাজ করছে। ‘এ ধরণের কোনো কিছু আমাদের জানা নেই, ক্রিকেটের খেলার জন্য বাংলাদেশ অন্যতম নিরাপদ একটি দেশ’।

সব কিছুর পরও অজিদের বিপে টাইগারদের দুই ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে এখনও আশাবাদী বোর্ড প্রেসিডেন্ট।
বিসিবি সভাপতি বলেন, ‘আমি সিকিউরিটি কিংবা গোয়েন্দা সংস্থার কেউ নই, আমার কথায় তাদের নির্ভর করার কথাও বলছি না। প্রয়োজনে যে কোনো কর্তৃপরে সঙ্গে নিরাপত্তা নিয়ে আলাপ করতে উল্টো তাদের প্রস্তাব দিয়েছি।

বাংলাদেশের বিপে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সোমবার ঢাকায় পৌঁছার কথা ছিলো টিম-অস্ট্রেলিয়ার। কিন্তু শনিবার সন্ধ্যায় ক্রিকেটারদের ‘নিরাপত্তা-ঝুকির’ কথা বলে সে সফর পিছিয়ে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া