adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নাশকতা বন্ধে বিশেষ আইন করার দাবি

c77c7660-b962-4b4d-b475-15d0727d5769_500তোফাজ্জল হোসেন : পেট্রোল বোমায় নাশকতা বন্ধে বিশেষ আইন করার দাবি জানিয়েছেন কয়েকজন সংসদ সদস্য।  পাশাপাশি নাশকতাকারীদের বিশেষ ট্রাইবুন্যালে বিচার করারও দাবি  জানিয়েছেন তারা।  সংসদে  পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে এ দাবি করা হয়। ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে বৈঠক শুরু হলে সরকার দলীয় সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসেন, স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী, চিফ হুইপ আসম ফিরোজ বক্তব্য রাখেন। 
রুস্তম আলী ফরাজী বলেন,  সরকার একটা সিদ্ধান্তহীনতায় ভুগছে। শিক্ষামন্ত্রণালয়ও একটা সিদ্ধান্তহীনতায় ছিলো। এসএসসি পরীক্ষা নেওয়ার ব্যাপারে কঠোর অবস্থানের গ্রহণের পর পরীক্ষা শুরুর একদিন আগে জানানো হলো সোমবারের পরীক্ষা শুক্রবার হবে। জ্বালাও-পোড়াও নাশকতা এখনো বন্ধ হয়নি। তাই ওই দিন (পরীক্ষার নির্ধারিত দিন) আবার বোমাবাজি করবে কি না, নাশকতা হবে কি না, এর নিশ্চয়তা কি আছে? বলা হচ্ছে কেন্দ্রের নিরাপত্তা দেওয়া হবে। কিন্তু পরীক্ষার্থীরা যখন বাসে বা টেম্পুতে আসবে তখন যদি বোমা মারা হয় এর নিরাপত্তা কে দেবে? তাই সংসদ থেকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আইন করে নাশকতা বন্ধ করতে হবে। আমরা শুধু বেতন ভাতা নেওয়ার জন্য সংসদে আসছি না। সংসদ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার যেকোন আইন করে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ৩০০ বিধিতে বিবৃতি দাবি করেন। 
এর আগে আ খ ম জাহাঙ্গীর হোসেন বলেন, রোববার (০১ ফেব্র“য়ারি) কয়েকজন আইনজীবী সুপ্রিম কোর্টে সমাবেশ  করেছেন। সেখান থেকে ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়াসহ বিএনপিপন্থি আইনজীবীরা আপত্তিকর কথা বলেছেন। তারা সেখানে বলেন, খালেদা জিয়ার বাড়িতে বিদ্যুত বিভ্রাটের জন্য কেন উচ্চ আদালতে ‘সুয়োমোট’ দিল না। এটা স্বাধীন বিচার বিভাগের প্রতি এক ধরনের হুমকি দেওয়া। ১৩ জানুয়ারি বর্তমান সরকারের পতন হবে বলে মন্তব্য করেছেন জয়নুল আবেদিন। সংবিধান অনুযায়ী একটি সরকারের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য করতে পারেন না তিনি। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সাধারণ আইনে বিশ্বের কোথাও জঙ্গিবাদ দমন করা যায়নি। তাই বিশেষ আইন করে বিশেষ ট্রাইবুন্যালে জঙ্গিবাদের বিচার করা হোক। এছাড়া আলোচনায় অংশ নিয়ে চিফ হুইপ আ স ম ফিরোজ ও সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচার দাবি করেন। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া