adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নকল ওষুধের কারখানা, আটক ৩

tuku-0-(1) {focus_keyword} তোপখানায় নকল ওষুধের কারখানা, আটক ৩ tuku 0 1নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) রাজধানীর তোপখানা রোডে নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান পেয়েছে। কারখানার মালিক ও স্থানীয় ফার্মেসি মালিকদের সিন্ডিকেট এসব নকল ওষুধ বাজারজাত করছে।
বুধবার বেলা ১১টার দিকে র‌্যাব অভিযান চালিয়ে ওই কারখানা থেকে বিপুল পরিমাণ নকল ওষুধসহ তিনজনকে আটক করে। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আনোয়ার পাশা জানান, বেলা ১১টার দিকে তোপখানা রোডের ২৭ /৭ নম্বর বাড়িতে নকল ওষুধের সন্ধানে অভিযান চালায় র‌্যাব। এসময় নকল ওষুধের কারখানার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে বিপুল পরিমাণ নকল ওষুধসহ তিনজনকে আটক করা হয়।
তিনি জানান, ওই কারখানায় উতপাদিত বিভিন্ন নকল ওষুধ তোপখানা এলাকার ফার্মেসিতে সরবরাহ হতো। সেখান থেকে ফার্মেসি মালিকরা বিভিন্ন জায়গায় সরবরাহ করতো। নকল ওষুধ বিক্রির দায়ে আটক তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা ও আর্থিক জরিমানা করা হয় বলে জানান আনোয়ার পাশা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া