adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৩০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে অভিনেত্রী গ্রেপ্তার

a-a-aবিনােদন ডেস্ক : ১৩০ কোটি টাকা আর্থিক কেলেঙ্কারির অভিযোগে মালয়লম মডেল ও অভিনেত্রী ধন্যা মারি ভার্গেসকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে ধন্যাকে তামিলনাড়ুর নাগেরকয়েল থেকে গ্রেপ্তার করা হয়।

এসময় ধন্যার স্বামী জন এবং ভাই স্যামুয়েলকেও আটক করেছে পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকার।  

স্যামসন বিল্ডার্স নামে ধন্যার শ্বশুর জ্যাকব স্যামসনের একটি নির্মাণ সংস্থা রয়েছে। প্রাক্তন সরকারি চাকুরে জ্যাকবকেও গত মাসে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে গ্রেপ্তার করেছিল পুলিশ। ওই কোম্পানির ক্লায়েন্টরা লিখিত অভিযোগে জানিয়েছেন, তাদের থেকে ১০০ কোটি টাকা তোলা হয়েছে চড়া হারে সুদ দেওয়ার শর্তে। কিন্তু সময় পেরিয়ে গেলেও তা ফেরত দেওয়া হয়নি। বাকি ৩০ কোটি টাকা তোলা হয়েছিল বিনিয়োগকারীদের কাছ থেকে।

পুলিশ জানিয়েছে, গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল না ধন্যার। কিন্তু তিনি ছিলেন ওই কোম্পানির অন্যতম পরিচালক। কোম্পানির ওয়েবসাইট চালাতেন ধন্যা। সেখানে ভুল তথ্য দিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

মালয়লম নায়িকার এই ঘটনা প্রকাশ্যে আসার পর রীতিমতো হইচই পড়ে গেছে। ‘কেরালা ক্যাফে’, ‘ভাইরাম’, ‘থালাপাভু’-র মতো জনপ্রিয় তামিল ছবির নায়িকা ধন্যা যে লোক ঠকানোর ব্যবসা করতে পারেন তা মেনে নিতে পারছেন না তার ভক্তরা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া