adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পার্টি ও পতিতার পেছনে ২০ লাখ ডলার উড়িয়েছেন নরওয়ের এক পাদ্রী

b65089ef72f639b4c57e1dce68e6d4a0_XLআন্তর্জাতিক ডেস্ক : নরওয়ের সাবেক পাদ্রী আর ব্লোমহফ  পার্টি এবং পতিতার পেছনে প্রায় ২০ লাখ ডলার সমপরিমাণ অর্থ উড়িয়েছেন। এ বিপুল পরিমাণ অর্থ একটি কল্যাণ সংস্থা থেকে তছরুপ করেছে বলেও স্বীকার করেছেন তিনি।  
নরওয়ের পূর্বাঞ্চলীয় শহর দারামমেনের একটি আদালতকে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ব্লোমহফ। আদালতের বিচারককে তিনি বলেন, সাত বছরে একটি কল্যাণ সংস্থাকে যা টাকা-কড়ি হাতিয়ে নেয়া হয়েছিল তা পুরোটাই ফুর্তি করে উড়িয়ে দেয়া হয়েছে। 
স্টিফলসেন বেটানাই  ফাউনডেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালনর সময় এ অর্থ হাতিয়ে নেন সাবেক এ পাদ্রী। স্পেনে এ সংস্থার পরিচালিত একটি নার্সিং হোমের নামে ভুয়া একাউন্টের মাধ্যমে ফুর্তির টাকা যোগাড় করেছেন বলেও জানান তিনি। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া