adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অবরোধ চলছে চলবে : খালেদা জিয়া

Khaleda5নিজস্ব প্রতিবেদক : অবরোধ চলছে, চলবে, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খারেদা জিয়া।
দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন এ ঘোষণা দেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, ‘আমরা বাধ্য হয়ে গত ৫ জানুয়ারি শান্তিপূর্ণ অবরোধ কমূসচি ঘোষণা করি। আমাদের কর্মসূচি চলছে। পরবতী নির্দেশ না দেয়া পর্যন্ত এই অবরোধ চলবে।’
খালেদা জিয়া বলেন, ‘আমাকে অবরুদ্ধ করে রাখার আগেই যান চলাচল বন্ধ করে দিয়ে সারাদেশ অবরুদ্ধ করে ফেলে সরকার। আমি ৫ তারিখে বের হওয়ার চেষ্টা করলে আমার কার্যালয়ের সামনে পুলিশ বেরিকেড সৃষ্টি করে। খালেদা বলেন, ‘আপনারা জানেন, গত এক বছরে আমাদের ওপর কী অমানবিক আচরণ করেছে, তার বিস্তারিত বিবরণ দিতে চাই না। গত এক বছরে আমাদের ওপর কেমন নির্যাতন চালানো হয়েছে আপনারা তারা দেখেছেন।’
তিনি বলেন, ‘আমরা নির্বাচনের আহ্বান জানিয়েছি, ৭ দফা প্রস্তাব দিয়েছি। কিন্তু তারা আমাদের প্রস্তাব তাতক্ষণিক নাকচ করে দিয়েছে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বহু নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।’
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি বিএনপির মহাসমাবেশের অনুমতি না দিয়ে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে সরকার। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচির ডাক দেয় বেগম জিয়া।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া