adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এক রেউসের পেছনে ছয় ক্লাব

reus-2-e1419142622587স্পোর্টস ডেস্ক : এক সঙ্গে বিশ্বের সেরা ছটি ক্লাব তাকে নেয়ার জন্য দেন-দরবার শুরু করেছে। তার মধ্যে সবচেয়ে এগিয়ে রিয়াল মাদ্রিদ।  বরুশিয়া ডর্টমুন্ডের ফুটবলার মার্কো রেউসকে নিয়ে এমনই হইচই বিশ্ব ফুটবলে। জার্মানির অ্যাটাকিং মিডফিল্ডারকে নিতে চাইছে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, ম্যানসিটি, চেলসি ও বায়ার্ন মিউনিখ। সংযুক্তি হিসেবে এর সাথে রয়েছে রিয়াল মাদ্রিদও। কোনো ক্লাব কেন তাকে চায় তার ব্যাখ্যাও দেয়া হয়েছে। যেমন চেলসি। দলটির কোচ হোসে মরিনহো স্বয়ং জার্মান সেনসেশনকে পেতে কাঠি নাড়া শুরু করেছেন। এজন্য চেলসির মালিক রোমান আব্রাহিমোভিচের সঙ্গে একান্তে আলাপও করেছেন ‘স্পেশাল ওয়ান’। মরিনহো বলেন, ‘রেউসকে দলে নেয়ার জন্য আমি রোমানকে বলেছি যদিও ইতোমধ্যেই বেশ নামিদামি কিছু ফুটবলার আমরা নিয়েছি। অর্থও খরচ হয়ে গিয়েছে বিস্তর। তরপরও রেউসের জন্য মরিয়া আমরা। তাকে পেতে চাই আমরা। অন্যদিকে টেকটেশিয়ান লুইস ফন গল আর্জেন্টাইন অ্যাঞ্জেল ডি মারিয়ার পাশে ব্রক্ষ্মাস্ত্র হিসেবে রেউসকে পেতে চাইছেন, যেন ম্যানইউয়ের সেরা ধন না থাকলেও কোনো টেনশন না থাকে শিবিরে। বায়ার্ন চিন্তা-ভাবনাতেও কোনো ফাঁক নেই। আরিয়েন রোবেন ও ফ্রাঙ্ক রিবেরির বয়স বাড়ছে। সেজন্য দুই বুড়োর বদলে একজন তরুণ রক্তের তেজী ফুটবলার চাইছেন পেপ গার্দিওলা। সেজন্য লাইমলাইটে ‘ইয়োলো থান্ডার’দের পরশমনি রেউস। ম্যানসিটিতে যুক্ত হওয়া বার্সেলোনার দুই সাবেক কর্তা টিম ম্যানেজম্যান্টকে ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে যেকোনো মূল্যে রেউসকে শিবিরে পেতেই হবে। প্যারিস সেন্ট জার্মেইন চাইছে বড় নাম। জাতান ঈব্রাহিমোভিচের সাথে মাননসই হবেন যিনি। অর্থাৎ ভবিষ্যত পরিকল্পনা করে ঈব্রা পরবর্তি সময়ে ক্লাবের প্রতিমুখ করতে চাইছে তারা রেউসকেই। তাছাড়া রেউসকে পেতে চেয়েছিল বার্সেলোনাও। কিন্তু ক্লাবের নিষেধাজ্ঞা থাকায় ঝাঁপাতে পারছে না তারা। এখানেই এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদ। কেননা, খোদ রেউসের বার্সা প্রীতি আছে। কিন্তু এখন হয়তো তাকে খেলতে দেখা যাবে রোনালদোর পাশেই।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া