adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বার্সায় কেউই নিজেকে সেরা ভাবে না’

MSN+1স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো যেভাবে সতীর্থদের সমালোচনা করেছেন, বার্সেলোনায় এটা কেউ কখনোই করতো না বলে বিশ্বাস জর্দি আলবার। 

লা লিগায় গত শনিবার নিজেদের মাঠে আতলেতিকো মাদ্রিদের কাছে ১-০ গোলে হারের পর স্পেনের রেডিও কোপেকে রোনালদো বলেন, "সবাই যদি আমার মানের হতো, তাহলে আমরা সম্ভবত প্রথম হতাম।"
 
নিজেদের মাঠ কাম্প নউতে রোববার সেভিয়াকে ২-১ গোলে হারায় বার্সেলোনা। 
 
ম্যাচ শেষে আলবার কাছে রোনালদোর ওই মন্তব্যের প্রসঙ্গটি তোলেন সাংবাদিকরা।
 
বার্সেলোনার এই ডিফেন্ডার বলেন, "বার্সার পরিবেশ বিবেচনা করে আমি বলতে পারি, আমরা সবাই মিলে একটা দল এবং কেউই কারো চেয়ে নিজেকে সেরা ভাবে না।"
 
"দলে কয়েক জন খেলোয়াড় আছে যারা পার্থক্য গড়ে দেয়, কিন্তু আমরা একটা দল," যোগ করেন আলবা। 
 
পরে অবশ্য রোনালদো বলেন, তার কথাগুলো ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি নাকি গ্যারেথ বেল, মার্সেলো, পেপে ও করিম বেনজেমার চোটের বিষয়টি বোঝাতে চেয়েছিলেন।
 
রোনালদোর ওই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন বার্সেলোনার সহ-সভাপতি জর্দি মেস্ত্রে।
 
"ক্রিস্তিয়ানোর কথাগুলো আমার এক জন খেলোয়াড় বলছে, সত্যিকার অর্থে আমি এটা কল্পনাই করতে পারি না।"
 
সেভিয়াকে হারিয়ে লিগে নিজেদের শীর্ষস্থান আর সংহত করেছে বার্সেলোনা। ২৬ ম্যাচে ৬৬ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আতলেতিকো মাদ্রিদ। আগের দিন তাদের কাছে হারা রিয়াল মাদ্রিদ ৫৪ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া