adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চতুর্থ দফায় ৯১টি উপজেলায় ভোটগ্রহণ শুরু

ডেস্ক রিপোর্ট : চতুর্থ উপজেলা নির্বাচনের চতুর্থ দফায় ৪১ জেলার ৯১টি উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।এবারের চতুর্থ ধাপে ৪১ জেলার ৯১ উপজেলায় মোট ১ হাজার ১৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৮৯, ভাইস চেয়ারম্যান পদে ৪৮৫ এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ৩১২ জন। মোট ভোটার ১ কোটি ৩৮ লাখ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৯ লাখ, মহিলা ভোটার ৬৯ লাখ ৫১ হাজার। মোট ভোটকেন্দ্র ৫ হাজার ৮৮২টি, ভোটকক্ষ ৩৭ হাজারটি।প্রতি ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার একজন করে মোট ৫ হাজার ৮৮২। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ৩৬৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৯১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে খাকবে।নির্বাচনে সহিংসতা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল  মোবারক বলেছেন, নির্বাচনে ব্যালট ও বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটলেই গুলি করার নির্দেশ দেয়া হয়েছে। কেউ যেন কালো হাত না বাড়ায়, কালো হাত বাড়ালে গুঁড়িয়ে দেয়া হবে। নির্বাচনে বিশৃঙ্খলাকারীদের গ্রেপ্তার করার জন্য  সেনাবাহিনীসহ সব বাহিনীকে বলা হয়েছে।অন্যদিকে উপজেলা পরিষদ নির্বাচনে যেকোনো ধরনের সহিংসতা এবং বিশৃঙ্খলা  রোধে সেনাবাহিনীকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ।এদিকে নির্বাচনের একদিন আগে শনিবার ছয় জেলায় এসপি বদলী ও সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ২১ জন প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে এরইমধ্যে নির্বাচনী এলাকাগুলোতে স্ট্রাইকিং  ফোর্স হিসেবে টহল শুরু করেছেন  সেনাবাহিনী। নির্বাচনের আগে ও পরে  মোট পাঁচদিন মাঠে থাকবেন তারা। সেই সাথে মোবাইল ফোর্স হিসেবে পর্যাপ্ত সংখ্যক র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া