adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সোমবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন

11নিজস্ব প্রতিবেদক : সোমবার বসছে দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। যদিও অধিবেশনের মেয়াদ এখনো নির্ধারিত হয়নি। তবে এ অধিবেশন বেশ সংক্ষিপ্ত হবে বলেই জানা গেছে।
শুরু দিন বিকেল ৪টায় সংসদ ভবনে কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে। এর আগে গত ১১ আগস্ট সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় দেওয়া ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংসদ সচিবালয় সূত্র জানায়, এটি অনেকটা আনুষ্ঠানিকতা রক্ষার অধিবেশন। কয়েকটি বিল পাশ ছাড়া এই অধিবেশনে তেমন কোনো কাজ নেই। এজন্য অধিবেশনের মেয়াদও হবে খুব সংক্ষিপ্ত। এক সপ্তাহ থেকে ১৫ কার্য দিবস পর্যন্ত চলতে পারে তৃতীয় অধিবেশন।
জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ গত সপ্তাহে জানান, সংবিধান অনুযায়ী এক অধিবেশন হতে পরবর্তী ৬০ দিনের মধ্যে অধিবেশন বসার একটা বাধ্যবাধকতা ‘ব্যারিয়ার’ রয়েছে। মূলত সেজন্যই এই অধিবেশন। এটি অত্যন্ত সংক্ষিপ্ত হবে। এরপর নভেম্বরে একটি অধিবেশন রয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া