adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আটপৌরে মানুষের শিল্পী ছিলেন জয়নুল : প্রধানমন্ত্রী

Akber_thereport24নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জয়নুল আবেদিন ছিলেন সাধারণ আটপৌরে মানুষের শিল্পী। সাধারণ মানুষের জীবনচিত্র, দুঃখ বেদনা ছিল এই মহান শিল্পীর ছবির উপজীব্য। তিনি একদিকে ছিলেন নিসর্গ প্রেমিক অন্যদিকে তার রঙ তুলিতে ফুটে উঠেছে দ্রোহের ভাষা।’
জয়নুল জন্মশতবর্ষ উদযাপনের বছরব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনকালে সোমবার বিকেলে জাতীয় জাদুঘর মিলনায়তনে তিনি এ সব কথা বলেন।
জয়নুলের অঙ্কন শিল্পসত্তা সম্পর্কে শেখ হাসিনা বলেন, ‘জীবনাশ্রয়ী বাস্তবানুগ সৃষ্টিতে শিল্পাচার্য জয়নুল আবেদিনের কৃতিত্ব সর্বজন স্বীকৃত। সাধারণ মাটির মানুষের বিচিত্র জীবনের বিভিন্ন দিক এবং নিসর্গ, নবান্ন, দুর্ভিক্ষ, জলোচ্ছ্বাস, যুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, জীবজন্তু ইত্যাদি অনায়াসে তার শিল্পকর্মের বিষয়বস্তু হয়ে উঠেছে।’
জাতীয় কবি কাজী নজরুল এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের তুলনামূলক আলোচনা করে তিনি বলেন, ‘কাকতালীয় হলেও আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের সঙ্গে শিল্পী জয়নুল আবেদিনের অনেক মিল খুঁজে পাই আমরা। দুজনের জন্মই গ্রামে। ছাত্রাবস্থায় একটা সময় কেটেছে তাদের ময়মনসিংহে। আমাদের জাতীয় কবি এবং শিল্পাচার্য তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাদীন অবস্থায় একই বছর অর্থাৎ ১৯৭৬ সালে মৃত্যুবরণ করেন। দু’জনকেই ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে সমাহিত করা হয়।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে জয়নুলের ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর সঙ্গে শিল্পাচার্যের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তারা মননে ও আদর্শে একই ধরনের মত ও পথের অনুসারী ছিলেন। এই দুই বাঙালী মহাপুরুষ বাঙালী সংস্কৃতির উন্নয়ন ও বিকাশে আজীবন কাজ করে গেছেন। একজন ছিলেন রঙ তুলির শিল্পী আরেকজন ছিলেন রাজনীতির নান্দনিক শিল্পী।’
বছরব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে ‘জয়নুল আবেদিনের দিকে ফিরে ফিরে তাকানো’ শিরোনামের জয়নুল শতবর্ষের স্মারক বক্তৃতা প্রদান করেন শিল্পসমালোচক অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর। স্বাগত বক্তব্য প্রদান করেন সংস্কৃতি সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস এনডিসি। এ ছাড়া বক্তব্য প্রদান করেন জন্মশতবার্ষিক উদযাপন কমিটির আহ্বায়ক শিল্পী মুস্তাফা মনোয়ার ও জয়নুল আবেদিন পতœী বেগম জাহানারা আবেদিন।
উদ্বোধনী আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টাশালী গ্যালারিতে জয়নুলের আঁকা ১০০টি ছবি নিয়ে তিন সপ্তাহব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া