adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিক বাজারে কমলেও বাংলাদেশে তেলের দাম বাড়ে

1357308061-fuel-oil-price-hike-prompts-a-planned-6th-january-day-long-strike_1706910-300x202হাসান আরিফ : আন্তর্জাতিক বাজারে তেলের দাম যতই কমুক উতপাদন কমাবে না তেল উতপাদনকারী দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপার্টিং কান্ট্রিজ (ওপেক)। এমন কি প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ২০ ডলারে নেমে গেলেও তারা উতপাদন কমাবেন না।
গত নভেম্বরে প্রতিদিন গড়ে তিন কোটি ব্যারেল জ্বালানি তেল উতপাদনের ঘোষণা দিয়েছিল ওপেক। এদিকে বাংলাদেশ দাম না কমানোর ঘোষণা দিয়েছে। কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত আগস্ট থেকে পেট্রোলের দাম ৭ বার আর ডিজেলের দাম কমিয়েছে তিনবার। ওপেকের ওই ঘোষণার পর ইউরোপভিত্তিক ব্রেন্ট ক্রুড তেলের বাজারে প্রতি ব্যারেল জ্বালানি তেলের মূল্য কমে চলতি মাসে গড়ে ৬২ ডলারে নেমে আসে, যা গত জুনে ছিল ১১৬ ডলার। অর্থাৎ ছয় মাসে তেলের দাম কমল ৪৬ শতাংশ।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ানোর দোহাই দিয়ে বাংলাদশের সরকার যখন স্থানীয় বাজারে দাম বাড়ায় তখন বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে দেশেও দাম কমানো হবে। কিন্তু বাস্তবে এটা একবার মাত্র কমানো হয়েছে। সর্বশেষ গত বছরের জানুয়ারিতে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়।
গংশ্লিষ্টরা বলছেন, তেলের দাম কমানো হলেও পরিবহন ভাড়া কমানো সম্ভব হয় না। এছাড়া তেলের দাম কমার কারণে যেসব পণ্যের দাম কমার কথা সেগুলোও কমে না। ফলে তেলের দাম কমানোর কোনো সুফল সাধারণ মানুষ পায় না। যে কারণে সরকার তেলের দাম কমাতে চায় না।
তবে ভারতে আন্তর্জাতিক বাজারের সাথে দাম ওঠা-নামা করে। ফলে বাংলাদেশ থেকে সেখানকার তেলের দাম বেশি। তাই অনেকেরই ধারণা ভারতের তুলনায় বাংলাদেশে তেলের দাম কম হলে পাচার হওয়ার আশংকা থেকেই যায়।
মিডিল ইস্ট ইকোনমিক সার্ভেকে দেওয়া এক সাক্ষাতকারে সৌদি মন্ত্রী বলেছেন, প্রতি ব্যারেল তেলের দাম ২০, ৪০, ৫০, ৬০ ডলার যাই হোক না কেন উৎপাদন কমানো হবে না।’ বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি তেলের দামে ধসের অন্যতম প্রধান কারণ হলো বিশ্ব অর্থনৈতিক কর্মকাণ্ডে ধীরগতি। এ জন্যই মূলত তেলের দাম এত কমছে। পাশাপাশি জ্বালানি তেলের দাম পড়ে যাওয়ার পেছনে আন্তর্জাতিক রাজনীতিরও একটা ভূমিকা আছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) অবশ্য মনে করে, জ্বালানি তেলের অব্যাহত দরপতনের ফলে ২০১৫ সালে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি দশমিক ৭০ শতাংশ বাড়বে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া