adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মধ্যরাত থেকে যানচলাচলে নিষেধাজ্ঞা

rp-fz20140104201759ঢাকা: দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে শনিবার মধ্যরাত থেকে সব ধরনের যানচলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

ইসি সূত্র জানায়, শনিবার রাত ১২টা থেকে ভোটগ্রহণের দিন অর্থাৎ, রোববার মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় বাস, প্রাইভেটকার, ট্রাক, টেম্পো, ট্যাক্সিক্যাব, বেবিট্যাক্সি, অটোরিকশা, মাইক্রোবাস, জিপ, পিকআপ, ইজিবাইক, লঞ্চ, ইঞ্জিনবোট, স্পিডবোট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ নির্ধারিত সময়ে ইসি অনুমোদিত স্টিকার ছাড়া অন্য কোনো যান চলাচল করবে না।

মহানগর এলাকায় ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিকআপ ও জিপ চলাচলের উপর উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে বলে জানা গেছে। 

এরই মধ্যে শুক্রবার মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞা থাকবে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত।

এ আইন অমান্য করলে দুই বছর এবং অনধিক সাত বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

তবে সারা দেশে নির্বাচনের প্রার্থী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক, সাংবাদিক এবং নির্বাচনী এজেন্টদের জন্য এ নির্দেশ প্রযোজ্য হবে না।

এছাড়া ৫ জানুয়ারি, রোববার ভোট কেন্দ্র করে সারা দেশের ভোটকেন্দ্র ও তার আশপাশে নিরাপত্তা বলয় তৈরির নির্দেশ দিয়েছে ইসি। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল জোরদারেরও নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ৩০০ আসনের মধ্যে ব্যালোটে ভোট হবে ১৪৭টি আসনে। ১৪৭টি আসনের মোট ভোটার ৪ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ৯৩৮ জন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৩৯০ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৮ হাজার ২০৮টি। ভোটকক্ষের সংখ্যা ৯১ হাজার ২১৩টি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া