adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘জাপানের বিরুদ্ধে বাংলাদেশ চমক দেখাবে’

MAMUNULনিজস্ব প্রতিবেদক :   জাপানের বিরুদ্ধে বাংলাদেশ জিতবে এমটি আশা করছেন না দলপতি মামুনুল ইসলাম ও কোচ সাইফুল বারি টিটু। তবে আক্রমণাÍক ফুটবল খেলে চমক দেখাতে চায় বাংলাদেশ। আগামীকাল বৃহষ্পতিবার বাংলাদেশ জাতীয় ফুটবল দল খেলবে জাপান অনূর্ধ্ব- ২১ দলের বিপক্ষে। বিকাল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার জাপান যুবদল ঢাকায় এসে পৌঁছায়। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান-বাংলাদেশ মাঠে নামার আগে আজ এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক মামুনুল ইসলাম বলেন, জাপান থেকে যে দলটিই আসুক না কেন, তারা নিঃসন্দেহে শক্তিশালী দল। তবে, আমরা ছেড়ে কথা বলবো না। নিজেদের মাঠ, চেনা পরিবেশ আর নিজেদের দর্শকদের পাশে নিয়ে আমরা ভালো কিছু এনে দিতে চাই দেশকে।’
বাংলাদেশের দলপতি আরো বলেন, এটা বিজয়ের মাস। বিজয়ের মাসে আমরা দেশের সমর্থকদের চমক দিতে চাই। সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ সাইফুল বারী টিটো বলেন, ‘আমরা ভালো খেলার আশা রাখছি। বাংলাদেশের ফুটবল ভক্ত-সমর্থকদের আমরা হতাশ করবো না। আমার দল বেশ ভালো খেলবে জাপানের বিপক্ষে। আমরা জাপান অনূর্ধ্ব-২১ এবং থাইল্যান্ডের ম্যাচের ভিডিও দেখেছি। তাতে মনে হয়েছে আমাদের থেকে জাপানের এ দলটি কিছুটা দুর্বল। আর আমরা তাদের এ দুর্বলতার সুযোগ নিতে চাই।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে গতকাল দুপুর পৌনে ২টায় থাই এয়ারলাইন্স যোগে ব্যাংকক থেকে ঢাকায় আসে ৩৫ সদস্যের জাপান অনূর্ধ্ব-২১ দল। দলে ২৩ ফুটবলার ও কোচ, ম্যানেজারসহ ১২ কর্মকর্তা রয়েছেন।
সফরকারীরা ব্রাজিল অলিম্পিককে সামনে রেখে প্রস্তুতি হিসেবে বাংলাদেশে এসেছে। দুপুরে ঢাকায় আসলেও বিকেলেই অনুশীলনে নেমে পড়ে অতিথিরা। রাজারবাগ পুলিশ লাইন মাঠে অনুশীলন করে তারা। ফিফা র‌্যাংকিংয়ে ৫২ এবং এশিয়ার এক নম্বরে থাকা দলটি চাইছে বাংলাদেশকে হারিয়ে প্রস্তুতির শতভাগ সাফল্য পেতে। গত সপ্তাহে থাইল্যান্ড অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলে ২-০ গোলের জয় পেয়েছে জাপানের এই দলটি।

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া