adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুলারের গোলে বায়ার্নের জয়

স্পোর্টস ডেস্ক : ইউরোপ সেরার মিশনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাশিয়ান জায়ান্ট সিএসকেএ মস্কোর বিপক্ষে মাঠে নেমেছিল বায়ার্ন মিউনিখ।  প্রতিপক্ষের মাঠে নেমে ১-০ গোলের জয় পায় বায়ার্ন। বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা রাশিয়ার মাঠে অতিথি হিসেবে খেলতে নামে সেরা একাদশ নিয়েই। মূল একাদশে প্রথম থেকেই পেপ গার্দিওলা মাঠে নামান ন্যুয়ের, লাম, দান্তে, অলোনসো, আলবা, রোবেন, মুলার, গোতজে আর লোয়ানডোস্কিকে। ম্যাচের ২১ মিনিটে পেনাল্টি লাভ করে অতিথিরা। আর পেনাল্টি থেকে গোল আদায় করে নেন থমাস মুলার। তার গোলেই লিড পায় বায়ার্ন। ম্যাচের প্রথমার্ধে আর কোনো দল গোলের দেখা না পেলে ১-০ এগিয়ে থেকে বিরতিতে যায় গার্দিওলার ছাত্ররা। বিরতি থেকে ফিরে আবার আক্রমণ শানাতে থাকে বায়ার্ন। কিন্তু মস্কোর অসাধারণ রক্ষনে চিড় ধরাতে পারে নি রোবেন-গোতজে-মুলাররা। একাধিক সুযোগও পেয়েছিল বায়ার্ন। মুলার মস্কোর গোলরক্ষককে একা পেয়েও যে শটটি নিয়েছিলেন তা জালে জড়ানোর মতো যথেষ্ট ছিল না। তবে, মস্কোর খেলোয়াড়রাও গোলের কিছু সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন। ম্যাচের ৮৪ মিনিটে মুলার আরো একটি সুযোগ পেয়েছিলেন দলকে এগিয়ে দেওয়ার। মস্কোর রক্ষনকে ফাঁকি দিয়েও গোল করতে পারেননি তিনি। পরের মিনিটে আবারো মস্কোর ডি বক্সে বল পেয়েও গোল আদায় করে নিতে ব্যর্থ হয় শাকিরি। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বায়ার্ন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া