adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পানামা দুর্নীতিতে এবার সাইফ-কারিনা

SAIFবিনােদন ডেস্ক : অমিতাভ-ঐশ্বরিয়ার পর পানামা দুর্নীতিতে এবার নাম জড়াল সাইফ আলি খান, কারিনা কাপুর ও কারিশ্মা কাপুরের। জানা গেছে, শিল্পপতি বেণুগোপাল ধুত ও পুনের এক রিয়ালটর সংস্থা ‘‌চোরডিয়া ফ্যামিলি’‌র সঙ্গে মিলে আই পি এলে পুনের হয়ে নিলামে অংশ নিতে পি-ভিশন নামের এক সংস্থা গঠন করেছিলেন তাঁরা। যাতে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের অবডুরেট লিমিটেড নামের এক কোম্পানিও টাকা লগ্নি করেছিল। কিন্তু নিলামে বিশেষ সুবিধা করতে না পেরে বন্ধ করে দেওয়া হয় পি-ভিশন নামের ওই সংস্থাটিকে।

পরে গুটিয়ে নেওয়া হয় অবডুরেট লিমিটেডকেও। জানা গেছে, পি-ভিশনের ৩৩ শতাংশের অংশীদার ছিল ‘‌চোরডিয়া ফ্যামিলি’‌। কারিশ্মা ও কারিনা, দু’‌জনেই ৪.‌৫ শতাংশের অংশীদার ছিলেন। সাইফ ও মনোজ এস জৈন নামের এক ব্যক্তি ৯ শতাংশের অংশীদার ছিলেন। অন্যদিকে দু’‌টি আলাদা কোম্পানি মারফত ২৫ শতাংশের অংশীদার ছিলেন বেণুগোপাল ধুত। আর ১৫ শতাংশ বরাদ্দ ছিল ব্রিটিশ ভার্জিন আদালতের ওই সংস্থার জন্য। তবে পি-ভিশনের ২৫ শতাংশ অংশীদারত্বের কথা মেনে নিলেও, অবডুরেট লিমিটেড সম্পর্কে কিছু জানতেন না বলে জানিয়েছেন বেণুগোপাল। একইভাবে চোরডিয়াদের তরফেও অবডুরেট লিমিটেডের কথা অস্বীকার করা হয়েছে।
সূত্র: আজকাল


 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া