adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

খারাপ আম্পায়ারিংকে তীর ধোনির

image_67724_0অকল্যান্ড: আম্পায়ারের সিদ্ধান্তে অজিঙ্ক রাহানের ভুল আউটই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হারের কারণ হিসেবে তুলে ধরলেন মহেন্দ্র সিং ধোনি৷

ম্যাকালামদের কাছে ৪০ রানে হেরে যাওয়ার পর দৃশ্যতই হতাশ দেখাচ্ছিল ভারত অধিনায়ককে৷ ম্যাচের পর ধোনি বলে দিয়েছেন, 'এই টেস্ট ম্যাচ ঘিরে আমার মধ্যে মিশ্র মনোভাব কাজ করছে৷ আমরা লক্ষ্যে পৌঁছাতে গিয়ে কিছু উইকেট হারিয়েছি৷ তার মধ্যে গুরুত্বপূর্ণ সময়ে রাহানের আউটটা মেনে নেয়া কঠিন৷ ওই আউটটা আমাদের বিরুদ্ধে গেল৷'

বিদেশের মাটিতে ধোনির ক্যাপ্টেন্সিতে শেষ ১১টা টেস্ট ম্যাচের মধ্যে দশটাতেই হার ভারতের৷ পরিসংখ্যান নিয়ে মাথা ঘামাচ্ছেন না ধোনি৷ বরং তিনি সাফ বলে দিচ্ছেন, 'এমন একটা টেস্ট ম্যাচ তিন-চারটে ম্যাচের অভিজ্ঞতা এক সঙ্গে দিয়ে যায়৷ এখান থেকে শেখা যায়, ম্যাচ জেতার জন্য এক-একটা সেশনে কী লক্ষ্য হওয়া উচিত৷ আশা করি ড্রেসিংরুমে থাকা ক্রিকেটাররা এই ম্যাচটা থেকে অনেক শিক্ষা পেল৷' বারবার ভালো জায়গায় থাকা সত্ত্বেও জয় পাচ্ছে না কেন টিম ইন্ডিয়া? ধোনি বলেছেন, 'এই টেস্ট ম্যাচের মতো একদিনের ম্যাচেও আমরা ভালো জায়গায় ছিলাম৷ কিন্ত্ত কাজে লাগাতে পারিনি৷ হয়তো আমরা এখনো শিখছি, হয়তো দ্বিতীয় টেস্টে এমন পরিস্থিতিতে হয়তো জয় পাব আমরা৷' কিছুটা হতাশাই ধরা পড়ছিল ধোনির কথায়৷

রাহানের আউটকে 'টার্নিং পয়েন্ট' বললেও সতীর্থদের আড়ালই করছেন ভারত অধিনায়ক৷ দুর্বল শটে কোহলির আউট হওয়া নিয়ে প্রশ্ন উঠতেই বলে দিয়েছেন, 'আমরা সবাই কোহলির উইকেটের গুরুত্ব জানি৷ শুধু ওর আউট হওয়াটাই নয়, ৮০ ওভারের পর আমরা পর পর বেশ কয়েকটা উইকেট হারিয়েছি, যেটা বিপদে ফেলে দিয়েছিল৷' একই সঙ্গে ধোনি বলেছেন, 'দ্বিতীয় নতুন বলে ৫-৬ ওভার সুবিধা দিত বোলারদের৷ আমরা যদি উইকেট না হারাতাম, বাকি ৪০টা রান তুলে ফেলতে পারতাম৷ একই সঙ্গে খারাপ আম্পায়ারিংয়ের মুখেও পড়তে হলো আমাদের৷ সব মিলিয়ে বেশ কিছু জিনিস আমাদের বিরুদ্ধে গিয়েছে৷'

টেস্ট হারের আক্ষেপ থাকুক যতই, বোলারদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ধোনি৷ 'প্রথম ইনিংসে ভালো বল করতে পারিনি৷ কিন্ত্ত দ্বিতীয় ইনিংসে অসাধারণ বোলিং করেছে আমাদের বোলাররা৷ দু-তিন বছরের মধ্যে সেরা পারফরম্যান্স৷ বোলারদের জন্যই আমরা ম্যাচে ফিরতে পেরেছিলাম৷' তবে একই সঙ্গে ধোনির স্বীকারোক্তি, 'প্রথম ইনিংসে ব্যাটে-বলে আমরা আরও ভালো পারফর্ম করতে পারতাম৷'

দীর্ঘ দিন পর রানে ফিরলেন শিখর ধাওয়ান৷ দক্ষিণ আফ্রিকা সফর থেকে যার ব্যাটে ছিল রানের খরা৷ নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি পাওয়া শিখরকে নিয়ে ধোনি বলেছেন, 'ও এমন একজন যাকে খোলা মনে ক্রিকেটটা খেলতে দেয়া উচিত৷ দ্বিতীয় ইনিংসে ও শান্ত ও সংযত ছিল৷ ধৈর্যশীল ইনিংস যে ভাবে খেলা দরকার ছিল, সে ভাবেই খেলে গিয়েছে৷ আর তাই ও একটা দারুণ সেঞ্চুরি করে গেল৷' জয়ের লক্ষ্যে পৌঁছানোর জন্য কিউয়িদের পাল্টা আক্রমণের রাস্তা বেছে নিয়েছিলেন ধোনি-জাডেজারা৷ 'আমরা চেষ্টা করেছিলাম, দ্রুত কিছু রান তুলে নিয়ে চাপ বাড়াতে৷ কিন্ত্ত দুর্ভাগ্যবশত জাডেজা আউট হয়ে গেল৷ লোয়ার অর্ডার তেমন সাহায্য করতে পারেনি৷ তখন ৪০ রানে মানে অনেক!'

ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ৷ ধোনি তার আগে বলে দিয়েছেন, 'আমি অপেক্ষায় রইলাম, ওয়েলিংটনে আমাদের জন্য কেমন পিচ থাকছে৷' – সংবাদ সংস্থা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া