adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘মুক্তিযুদ্ধের শক্তি হিসাবে আওয়ামী লীগকে শেখ মুজিব বিশ্বাস করতেন না’

news_img (3)ডেস্ক রিপোর্ট : বিএনপির সিনিয়র ভাইসচেয়ারম্যন তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের শক্তি হিসাবে শেখ মুজিব নিজেও বিশ্বাস করত না। মুক্তিযুদ্ধের জন্য আওয়ামী লীগকে কখনো প্রস্তুত করা হয়নি।
তিনি আরো বলেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালে শেখ মুজিব পরিবার ও হানাদার পাকিস্থানী বাহিনীর যে আতাঁত হয়েছিল ইতিহাসে তার বিভিন্ন প্রমাণ আছে। লক্ষ লক্ষ পরিবার যখন আধবেলা খেয়ে না খেয়ে দিশেহার ছিল তখন পাকিস্থানী হানাদার বাহিনীর পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানের পরিবারকে বিরাট অংকের মাসিক ভাতা দেয়া হতো। শেখ মুজিব পাকিস্থানে বহাল তবিয়তে ছিলেন।

মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন ঐতিহাসি তথ্য ও দলিল উপস্থাপন করে এসব কথা বলেন ।
তারেক রহমান তার বক্তব্যের শুরুতে স্বাধীনতা যুদ্ধে যাদের অবদান আছে তাদের শ্রদ্ধাভরে স্বরণ করেন। তিনি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতার যুদ্ধের পরবর্তী ৪৪ বছরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধই বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা।
তারেক রহমান বলেন, ১৯৭০ সালের ৭ ডিসেম্বর শেখ মুজিবুর রহমান সামরিক শাসক ইয়াহিয়া খানের ষড়যন্ত্রমূলক ‘এল এফ ও’ অধ্যাদেশের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করেন। একই অধ্যাদেশের অধীনে একই বছর ১৭ ডিসেম্বরের প্রাদেশিক নির্বাচনে অংশগ্রহণ করেন শেখ মুজিবুর রহমান। ‘এল এফ ও’ অধ্যাদেশের মূল ছিল অখণ্ড পাকিস্থান রক্ষার সংগ্রাম। কিন্তু ২৬ মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে তাদের অখণ্ড পাকিস্থান রক্ষার সংগ্রাম ব্যর্থতায় পর্যবসিত হয়। মুক্তিযুদ্ধের সময় আমি মেজর জিয়া বলছি— ঐ একটি শব্দই ছিলো তখন মুক্তিযোদ্ধাদের কাছে এক দুর্দমনীয় শক্তি, তাদের আত্মার কথা।

পূর্ব লন্ডনের চেশিয়ার স্ট্রিটে অবস্থিত 'এট্রিয়াম লন্ডন' কমিউনিটি সেন্টারে সভাটি অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় ১৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বিজয় দিবসের সভা শুরু হয়। (বাংলাদেশ সময় ১৬ ডিসেম্বর রাত ১২টা ৩০ মিনিট।)

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস। সেক্রেটারি কয়সর এম আহমদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর নাসির উদ্দিন আহমেদ, বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী, বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম। যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ মালেক। আব্দুল হামিদ, আবুল কালাম আজাদ ও যুক্তরাজ্য বিএনপির প্রচার সম্পাদক এম এ কাঈয়ূম, মিডল্যান্ডস বিএনপির নেতা ব্যারিস্টার আব্দুল মজিদ তাহের প্রমুখ।
এছাড়া বুধবার যুক্তরাজ্য জাসাসের আয়োজনে পালন করা হবে ৪৩তম বিজয় দিবস ও কনসার্ট ফর ডেমোক্রাসি। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির সিনিয়র ভাইসচেয়ারম্যন তারেক রহমান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া