adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাশরাফি-সাকিবের দৃষ্টিতে শীর্ষ বোলার আবু হায়দার রনি

abuজহির ভূইয়া ঃ বিপিএলকে যেন নিজেকে চেনানোর মঞ্চ হিসেবে বেছে নিলেন পেসার আবু হায়দার রনি। ২০ বছর বয়সী এই পেসারকে দুই দিন আগেও ক্রিকেট মিডিয়ার তেমন কেউ চিনত না। কিন্তু এখন হাওয়া বদলে গেছে। নিজের জাত চিনিয়ে দিয়েছেন রনি। ১৪ র্ফেরুয়ারী ১৯৯৬ সালে জন্মগ্রহনকারী এই পেসার এখন বিপিএলের তৃতীয় আসরে দেশী-বিদেশী সব বোলাকে উড়িয়ে দিয়ে শীর্ষে অবস্থান করছেন ১১ ম্যাচে ২১ উইকেট শিকার করে। 
আগের দিনও সাকিব আল হাসান শীর্ষে ছিলেন। পরেই ছিলেন আরাফাাত সানী। কিন্তু আজ কুমিল্লার বিপক্ষে ৪ উইকেট শিকার করে রনি ১৭ উইকেট থেকে ২১ উইকেটে পৌচ্ছে গেলেন। সাকিব যদি কোন উইকেট পেতেন তাহলে সম্ভাবনাটা আরও প্রবল হতো। যদিও রংপুরের থিসারা পেরেরা একই ম্যাচে ৫ উইকেট শিকার করে ১২ থেকে ১৭-তে পৌচ্ছে গেছেন। কাল রংপুরের আরও একটি ম্যাচ আছে তাতে যদি সাকিব আর পেরেরা ৪-এর বেশি উইকেট পকেটে জমা করতে পারেন তাহলে সেরা বোলারের লড়াই জমে উঠবে। তবে আপাতত সুযোগটা রনিরই বেশি। আর সে কারনেই রনিকে নিয়ে জাতীয় দলের দুই তারকা মাশরাফি আর সাকিবের মন্তব্য রনিকে আরও বেশি ফোকাস করে তুলেছে।
কুমিল্লার পক্ষে বল হাতে ৩ ওভারে ১৯ রানে ৪ উইকেট শিকারী রনি গতকালও ১৭ উইকেটে ছিলেন। আর আজ অবস্থা পাল্টে গেছে। শীর্ষে রনি। হাতে রনির ফাইনাল ম্যাচ রয়ে গেছে। তাতে যদি আরও ২ বা ৩টি উইকেট পেয়ে যান তাহলে তো কথাই নেই। অনু-১৯ দলের এই পেসারের পেছনেই আছেন লঙ্কার বোলার থিসারা পেরেরা ১৭ উইকেট আর সাকিব তৃতীয় ১৭ উইকেট, অবশ্যই রানরেটের ব্যবধানে। শীর্ষে থাকা এই পেসারকে নিয়ে আরেক তারকা পেসার মাশরাফির উচ্ছাসের কমতি ছিল না। কিন্তু ততোটা উচ্ছাস দেখালেন না সাকিব আল হাসান।
৭২ রানে হারের পর সংবাদ সম্মেলনে রনির বোলিং আর বিপিএলে রনিকে উপস্থাপন করার প্রসঙ্গ এবং বিপিএলে শীর্ষ বোলা হবার কারনে জাতীয় দলে এটা কি রনির আগামী বার্তা? জানতে চাইলে সাকিব সরাসরি জবাব দিলেন। বলেন,‘আমি এক বা দেড় বছর না দেখে কোন বোলার নিয়ে মন্তব্য করতে চাই না বা করি না। আসলে বিপিএলের একটি আসর দিয়ে একজন বোলার নিয়ে কথা বলা যায় না।” কিন্তু একই সংবাদ সম্মেলনে মাশরাফি বললেন অন্য কথা। জাতীয় দলের অধিনায়ক মাশরাফি আগামী দিনের তারকা ১১টি প্রথম শ্রেনীর ম্যাচ খেলা রনিকে নিয়ে বলেন,‘ও আসলে অন্য রকম একজন বোলার। একে বারেই নতুন। তবে রনি চাপ নিয়ে পারছে। আমি যতোটা আশা করেছি তার চেয়েও বেশি। বিশেষ করে দলের প্রয়োজনে রনি বেশ কঠিন সময়ে বল করে নিজেকে প্রমান করেছে। আমি তো মনে করি রনি জাতীয় ক্রিকেট দলের আগামী দিনের পেস তারকা।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া