adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেখার কেউ নেই – কক্সবাজারের সব উপজেলা ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি

online_pharmacy1-300x200জামাল জাহেদ, কক্সবাজার : কক্সবাজার জেলার সবকটি উপজেলায় রামু, টেকনাফ, উখিয়া, কুতুবদিয়া, মহেশখালি, চকরিয়া, ঈদগাহ্, কক্সবাজার সদরসহ সব ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ,  ও নকল ওষুধ বিক্রি হচ্ছে। এমনকি সবকটি উপজেলা হাসপাতালসহ কমিউনিটি ক্লিনিকের সরকারি বেসরকারী ফ্রি ঔষুধগুলো এখন প্রকাশ্যে ফার্মেসীততে বিক্রি হচ্ছে। এছাড়াও বেসরকারি এনজিওের নানা জম্মনিয়ন্ত্রণ কনডম, পিল, ইনজেকশন ডিপো যা মহিলাদের ৩ মাসের গর্ভনিরোধ ব্যবহার করা হয় তাও অসহায় হতদরিদ্র মহিলাদের কিনে নিতে  হয় ৬০ টাকা দামে। যদিও সব সরকারি ঔষুধের গায়ে লিখা থাকে লাল কালিতে বিক্রয়ের জন্য নহে, (নট ফর সেল)। বিষয়টি খুবই দুঃখের বলে জানান টেকনাফ উপজেলার অসংখ্য মানুষ। কোথা থেকে এসব সরকারি ঔষুধ পাওয়া যায়,জানতে চাইলে সদর উপজেলার উপশম ফার্মেসীর মালিক  ‘জয়পরাজয়’কে জানায়,তাদের কাছে কম টাকায় এসব ওষুধ জেলখানাসহ সব সরকারি বেসরকারি হাসপাতালের কিছু অসাধু কর্মকর্তা,কর্মচারি ও এনজিওর কিছু মাঠকর্মী বিক্রি করেন বলে জানান। বেশি মুনাফার আশায় এক শ্রেণীর অসাধু ফার্মেসী মালিক ও ব্যবসায়ী ওষুধ সরবরাহকারী প্রতিনিধিদের কাছ থেকে মাসোহারার বিনিময়ে কম দামে নিম্নমানের এসব ওষুধ বাজারজাত করছে। মিয়ানমারসহ ভারতের  কিছু নিষিদ্ধ ট্যাবলেট, সিরাপ, ইনজেকশন, নিমো ট্যাবলেট, প্রেকটিন, সেক্সচুয়াল ট্যাব অহরহ আমদানি করে বিক্রি করছে। সবগুলো ফার্মেসীর লোক। অপরদিকে বিশেষজ্ঞ ডাক্তাররা চিকিতসা ব্যবস্থাপত্রে ওইসব মানহীন ঔষধ না লেখার কারণে স্বল্প সংখ্যক ওষুধ নিজেদের খেয়াল-খুশিমত ব্যবস্থাপত্র ছাড়া বিক্রি করা হলেও বেশির ভাগ ওষুধ দীর্ঘদিন বিক্রি করতে না পারায় মেয়াদোত্তীর্ণ হয়ে পড়ছে। আর ওই সব ওষুধ প্রত্যন্ত অঞ্চলের অসচেতন রোগীদের নিকট সস্তা দামে বিক্রি করে থাকে। ভ্রাম্যমান আদালত পর্যাপ্ত অভিযান পরিচালনা না করার কারণে ফার্মেসী মালিকরা এসব ভেজাল ও নকল ওষুধগুলো অবাধে বিক্রি করতে সাহস পাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সুত্র জানায়, ৩০ নভেম্বর কোর্টবাজারে একটি ফার্মেসীতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পত্র অনুযায়ী ওষুধ কিনতে গেলে কর্মরত অল্প শিক্ষিত কর্মচারীর অজ্ঞতার কারণে পেন্টোকোণাজল ক্রীমের স্থলে মাইকোণাজল ক্রীম বিক্রি করে। এ ওষুধ সেবনের ফলে ওই রোগীর অবস্থা মারাত্মক আকার ধারণ করে। একই ভাবে অপর ফার্মেসীতে মাঈন উদ্দিন নামে এক ব্যক্তি গ্যাসের ওষুধ দিতে বললে তাতক্ষণিক খাওয়ার জন্য খুলে দেখে ওষুধটি মেয়াদোত্তীর্ণ ও নষ্ট হয়ে গেছে। একাধিক নির্ভরযোগ্য সুত্রে জানা যায়, ফার্মেসীগুলোতে সরকারের ড্রাগ টেষ্টিং ল্যাবরেটরির লোকজন কোন কালেই ফার্ম্মেসী গুলোতে অভিযান চালানো হয়নি।  ফলে ফার্মেসী মালিকরা মেয়াদোত্তীর্ণ ওষুধ নির্বিঘেœ বিক্রি করে চরমভাবে বেপরোয়া হয়ে উঠেছে। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া