adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ আমি স্বৈরাচার ছিলাম না’

‘ আমি স্বৈরাচার ছিলাম না’

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমি স্বৈরাচার ছিলাম না। আমি সংবিধান সংরক্ষণ করতে ক্ষমতা হস্তান্তর করেছি। ১৯৯০ সালের পর দেশে অনেক অসাংবিধানিক কাজ হয়েছে। আমার ভয়ে তৎকালীন সরকার রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় শাসন ব্যবস্থা চালু করেছে।শনিবার বিকালে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসের সামনে ‘সংবিধান সংরক্ষণ দিবস’-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


এরশাদ বলেন, বিএনপি ঘরে বসে মিটিং করছে। মিটিং-সিটিং করে লাভ নেই। মানুষ আপনাদের পরিত্যাগ করেছে। আমলা নিয়ে যড়যন্ত্র করছেন। এর অর্থ কী? আপনাদের এই কর্মকাণ্ড তো রাষ্ট্রদ্রোহিতার শামিল। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।


এরশাদ সরকারকে উদ্দেশ করে বলেন, শুনছি গ্যাস-বিদ্যুতের দাম বাড়াবেন। শোনা যায়, গত এক বছরে সুইস ব্যাংকে হাজার কোটি টাকা পাচার হয়েছে। কারা এই টাকা পাচার করেছে।এসব টাকা ফেরত আনুন। এই টাকা ভর্তুকি দিন। গ্যাস-বিদ্যুতের দাম বাড়াবেন না।


জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন দলটির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, প্রেসিডিয়াম সদস্য পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এসএম ফয়সল চিশতি, আবুল কাশেম, শেখ সিরাজুল ইসলাম, সাহিদুর রহমান টেপা, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মীর আবদুস সবুর আসুদ প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া