adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যত্রতত্র পারাপারে জেল-জরিমানা হলো পথচারীদের

পদচারী সেতু ব্যবহার না করে সড়ক বিভাজনের বেড়া বেয়ে রাস্তা পার হচ্ছে মানুষ। ছবি: জাহিদুল করিমনিজস্ব প্রতিবেদক : রাজধানীর প্রধান সড়ক দিয়ে যত্রতত্র পারাপার ঠেকাতে দুটি ভ্রাম্যমাণ আদালত বসেছেন। নিয়ম না মেনে সড়ক পার হওয়ায় ইতিমধ্যে অনেককেই জেল-জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল নয়টা থেকে হোটেল সোনারগাঁও মোড় ও বাংলামোটরে দুটি ভ্রাম্যমাণ আদালত কাজ শুরু করেছেন।
সোনারগাঁও মোড়ে বসা ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম বলেন, সকাল সোয়া ১০টা পর্যন্ত প্রায় ৩৫ জনকে বিভিন্ন ধরনের দণ্ড দেওয়া হয়েছে। দণ্ড ঘোষণার অপেক্ষায় আছেন আরও প্রায় ৩০ জন।
আর্থিক জরিমানার হার ৫০ থেকে সর্বোচ্চ ২০০ টাকা। কারাদণ্ডের মেয়াদ সর্বোচ্চ ছয় মাস।
সোনারগাঁও মোড়ে জাকির নামের একজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর্থিক জরিমানা পাওয়া রাকিব বলেন, ‘বিষয়টি জানতাম না। এখন জানলাম। তবে উদ্যোগটি ভালো।’
সম্প্রতি ঢাকা মহানগর পুলিশ ঘোষণা দেয়, সড়কে যত্রতত্র পারাপার ঠেকাতে ২৫ নভেম্বর থেকে রাজধানীর রূপসী বাংলা মোড় থেকে ফার্মগেট পুলিশ বক্স পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত বসানো হবে। সেই ঘোষণা অনুযায়ী আজ থেকে কাজ শুরু করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া