adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্মিথের সেঞ্চুরি – সিরিজ অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক : স্টিভ স্মিথের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ৩ উইকেটে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। এ জয়ে ১ ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিলো অসিরা। বর্তমানে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-১ এগিয়ে তারা। মেলবোর্নে আজ প্রথমে ব্যাটিং শেষে ৮ উইকেটে নির্ধারিত ওভারে ২৬৭ রান তুলে দক্ষিণ আফ্রিকা। জাববে ১ ওভার হাতে রেখে ৭ উইকেট হারিয়ে ২৬৮ রান তুলে ফেলে অসিরা। 
দলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন ইনফর্ম ব্যাটসম্যান স্মিথ। ১১২ বলে ১০৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ৭ চারে এই রান করেন তিনি। অসিদের শুরুটা ভাল হয়নি। দলীয় ৪৮ রানে তিন উইকেট খুইয়ে ম্যাচ কঠিন হয় স্বাগতিকদের। চতুর্থ উইকেটে ইনফর্ম ব্যাটসম্যান স্টিভ স্মিথ ও অধিনায়ক জর্জ বেইলি ৩৮ রানের জুটিতে প্রতিরোধ গড়েন কিছুটা। তবে ব্যক্তিগত ১৬ রানে উইকেট হারিয়ে অস্ট্রেলিয়াকে ফের চাপে ফেলেন অধিনায়ক বেইলি। একসময় অসিদের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৯৮ রান। তবে ষষ্ঠ উইকেটে স্মিথ ও ম্যাথিউ ওয়াড ১২১ রানের জুটি গড়লে লড়াই জমিয়ে তুলে অস্ট্রেলিয়া। ওয়াড করেন ৫৯ বলে ৫২ রান। শেষদিকে জেমস ফকনারের ১৯ বলে ৩৪ রানের সুবাদে ৬ বল বাকী থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। শুক্রবার মেলবোর্নে টস জিতে ব্যাটিং নেন দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ৯১ রানের ইনিংস খেলেন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ৮৮ বলে ৮ বাউন্ডারিতে এই রান করেন তিনি। অতিথিদের শুরুটাও ভাল ছিলনা। দলীয় ২৮ রানে হাশিম আমলা আউট হন। দ্বিতীয় উইকেটে ৪২ রানের জুটি গড়ে প্রাথমিক চাপ সামাল দেন ফ্যাফ ডু প্লেসিস ও কুইন্টন ডি কক। ১৭ রান করে আউট হন ডি কক। দলীয় ৭৭ রানে ২৮ রান করে আউট হন ডু প্লেসিস। তবে ৪র্থ উইকেটে ডেভিড মিলার ও ডি ভিলিয়ার্স ১২২ রানের জুটি গড়লে বড় সংগ্রহের পথে হাটে দক্ষিণ আফ্রিকা। পরে ব্যক্তিগত ৪৫ রানে আউট হন মিলার। তবে অসি বোলাররা ইনিংসের শেষের দিকে আলাদা চাপে রাখেন প্রোটিয়া ব্যাটসম্যানদের।  শেষ ৭ ওভারে প্রোটিয়ারা তুলে মাত্র ৩৭ রান।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া