adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কান্না থামাতে না পেরে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন বাবা

babaডেস্ক রিপাের্ট : কান্না থামাতে গিয়ে রংপুরে গলা চেপে নিজের মেয়েকে হত্যা করেছেন এক বাবা। তার নাম আলাল ওরফে দুদু (২০)। ঘটনাটি ঘটে গত ১৬ সেপ্টেম্বর; রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের তাজহাট ভিআইপি কোল্ড স্টোরেজের পাশে। আর দুদুকে সোমবার ভোরে রাজধানীর তেজগাঁও এলাকা গ্রেফতার করে র‌্যাব। দুদু র‌্যাবের কাছে ২২ মাসের সন্তান আলিফাকে হত্যার কথা স্বীকার করেছেন।

দুদুর বাড়ি রংপুরের কোতোয়ালী থানার কিষামত বিষু মানজাই গ্রামে। র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ আলী বলেন, তিন বছর আগে দুদু ও সেবা বেগম প্রেম করে বিয়ে করেন। আলিফা তাদের একমাত্র মেয়ে। তারা দু’জনই চট্টগ্রামে একটি গার্মেন্টে চাকরি করতেন। আর আলিফা থাকতো রংপুরে; নানা-নানীর কাছে।

গত ঈদুল আজহার ছুটিতে বাড়ি আসেন দুদু ও সেবা বেগম। মেয়েকে নিয়ে সেবা বাবার বাড়িতেই ছিল। গত ১৫ সেপ্টেম্বর নিজের বাড়ি নেওয়ার কথা বলে আলিফাকে নিয়ে যায় দুদু। কথা দেয়, বিকালের মধ্যে ফিরে আসবে। কিন্তু রাত হওয়ার পরও দুদু আর ফিরে আসেনি। বন্ধ পাওয়া যায় তার মোবাইল ফোনও। এ অবস্থায় পরের দিন তাজহাট এলাকার ভিআইপি কোল্ডস্টোরেজের পাশে একটি কলাবাগানে আলিফার লাশ পাওয়া যায়।

দুদুর স্বীকারোক্তি অনুযায়ী, দাম্পত্য কলহ ও পারষ্পারিক অবিশ্বাসের কারণে মেয়েকে নিয়ে দূরে কোথাও চলে যাওয়ার পরিকল্পনা করেন তিনি। সেই মোতাবেক আলিফাকে নিয়ে তিনি রংপুর থেকে জয়পুরহাটের দিকে রওনাও হন। কিন্তু আলিফাকে সামলাতে না পেরে তিনি ফের শ্বশুড়বাড়ির দিকে যাত্রা শুরু করেন। কিন্তু ততক্ষণে রাত হয়ে যায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে নানা-নানীর কাছে ফেরার জন্য আলিফা কান্নাকাটি শুরু করে। মধ্যরাতে রাস্তায় শিশুর কান্না শুনে আশেপাশের লোকজন ভিন্ন কিছু ভাবতে পারে, এই ভয়ে সে একটি কলাবাগানে প্রবেশ করে। তাতেও কাজ হয় না। মেয়ের কান্না বাড়তেই থাকে। একপর্যায়ে রাত একটার দিকে কান্না থামাতে ব্যর্থ হয়ে মেয়ের গলা চেপে ধরে দুদু। তাতে দম বন্ধ হয়ে মারা যায় আলিফা। কী করবে, বুঝে উঠতে না পেরে মেয়েকে কলাবাগানে ফেলেই পালিয়ে যায় দুদু। এরপর থেকে বিভিন্ন স্থানে সে আত্মগোপনে থাকার চেষ্টা করে। কিন্তু সোমবার ভোরে র‌্যাব তাকে ঢাকা থেকে গ্রেফতার করে।

মৃত্যুর ঘটনায় দুদুসহ সাত জনের নামে রংপুরের কোতোয়ালী থানায় মামলা করেছেন আলিফার নানি আফরোজা বেগম। কোতোয়ালি থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম বলেন, র‌্যাবের হাতে আসামি দুদু গ্রেফতার হওয়ার বিষয়টি আমাদের জানানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে আনতে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া