adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাগরে মানুষবিহীন ফিশিং বোট

b b b bজামাল জাহেদ (মহেশখালি) : গতকাল রাত ১২টার সময় কক্সবাজার জেলার মহেশখালি উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা গ্রামের জনৈক মৃত সাহাব উদদীনের ছেলে আবু তালেবের মালিকানাধীন  ১টা বোট মালেয়েশিয়ার ট্রলারে লোক তুলে দিয়ে আসার সময় মধ্য সাগরে একটা ৬৫ হর্স পাওয়ার সম্পন্ন মানুষবিহীন ১টা এফবি আল্লাহ মালিক নামে  ফিশিংবোট দেখতে পায়। পরে বোটে ওঠে দেখতে পায় জালসহ বোটের ইঞ্জিন আছে। এ অবস্থায় পেয়ে তা নিজের বোটের সাথে রশি দিয়ে বেধে তীরে নিয়ে আসে। বর্তমানে ফিশিং বোটটি মহেশখালি উপজেলার তাজিয়াকাটা ঘাটে রয়েছে। এলাকায় এ নিয়ে বেশ আলোচনামুখর। পওে মহেশখালি থানায় ব্যাপারটি জানানো হয়েছে বলে  ইউপি সদস্য এখতিয়ার জানিয়েছেন। 
ভাসমান ফিশিংবোট উদ্ধারকারী আবু তালেবের সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি ‘জয় পরাজয়’কে জানান, তার বোট সাগরে ফিশিং করতে গেলে সোনাদিয়ার বাহিরে হঠাত মাঝি মাললারা সাগরে ভাসমান ১টা ফিশিং বোট দেখতে পায়,পরে তা উদ্ধার করে ঘাটে নিয়ে আসে,এবং চেয়ারম্যান কে খবর দেয়। তিনি আরো জানান প্রকৃত মালিক আসলে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে নিতে পারেবে। এলাকার মানুষ বলাবলি করছে, সে (আবু তালেব) আসলে সাগরে ফিশিং করতে যায়নি। সে নিয়মিত ট্রলারে মালেয়েশিয়ার লোক পাচার করে,ভাড়াটিয়া হিসাবে। একই ইউনিয়নের দফাদার বাহাদুর জানায়, বর্তমান বাজারে ফিশিং ট্রলারটির দাম হবে ১৩ লাখ টাকা। এ ব্যাপারে মহেশখালি থানার উপ পরিদর্শক এসআই সুজনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তারা বিষয়টি জানেন। এ ব্যাপারে যথা শিগগিরই ব্যবস্থা নিবেন বলে জানান। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া