adv
১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ ইমাম নিয়ে মন্তব্য করতে চাই না’

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরনিজস্ব প্রতিবেদক : ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের বক্তব্য সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি সেতু ও সড়ক যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার বিকেলে কুমিল্লায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। 
যোগাযোগমন্ত্রী শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বাইপাসে আকস্মিক এক অভিযানে নিষিদ্ধ থ্রি হুইলার যানবাহন আটকের অভিযানে নেতৃত্ব দেন। তিনি বলেন, ‘ব্যাটারিচালিত অটোবাইক মহাসড়কে কিছুতেই চলাচল করতে দেওয়া হবে না। এসব অটোবাইক যত দিন থাকবে তত দিন মহাসড়কে দুর্ঘটনার কারণ সৃষ্টি করে যাবে। তাই এগুলোকে কারোই প্রশ্রয় দেওয়া উচিত নয়।’
 
তিনি রাজনীতিবিদদের অনুরোধ করে বলেন, আপনারা এ দুর্ঘটনার কারণগুলোকে নিজেরা আমন্ত্রণ করে আনবেন না।
এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন প্রকল্পের পরিচালক ইঞ্জিনিয়ার ইবনে আলম হাসান, অতিরিক্ত প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, সড়ক ও জনপথ বিভাগের কুমিল্লার অতিরিক্ত প্রধান প্রকৌশলী শিবির আহাম্মেদ ও হাইওয়ে কুমিল্লা অঞ্চলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সোলায়মান প্রমুখ উপস্থিত ছিলেন। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া