adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভেগান দিবসে নগ্ন নারী

1414951963601_wps_8_Mandatory_Credit_Photo_byআন্তর্জাতিক ডেস্ক : লন্ডনে বিশ্ব ভেগান দিবস পালন করেছে প্রাণী অধিকার সংরক্ষণ কর্মীরা। আর তা করতে যেয়ে নগ্ন শরীরে কৃত্রিম রক্ত মেখে রোববারে প্রাণী অধিকার সংরক্ষণ কর্মীরা সেন্ট্রাল লন্ডনের ট্রাফালজার স্কোয়ারের রাস্তায় শুয়ে পড়েন। পশুদের দেহ ও মানুষের মধ্যে পার্থক্য না করতে ভেগান কর্মীরা প্রাণীর প্রতি সমবেদনা জানাতে এ ধরনের অভিনব প্রতিবাদের আয়োজন করে।
পশুদের দেহ ও মানুষের মধ্যে পার্থক্য নেই উল্লেখ করে প্রাণী অধিকার সংরক্ষণ কর্মীরা এ দিবস পালন করে থাকে। তাদের সাথে প্রায় শতাধিক মানুষ যুক্ত হন তারা প্রাণী হত্যা বন্ধ করতে বিশ্বাবাসির কাছে আহ্বান জানান।
প্রাণী অধিকার সংরক্ষণ সংসদ (পিটা)’র পরিচালক মিমি ব্যাকিসি বলেন, প্রতি বছর বিলিয়নেরও বেশি পশুকে হত্যা করে বিভিন্ন পণ্য তৈরি করা হয় যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে। পশুরাও ভালবাসা, ভয়, ব্যথা অনুভব করেন। তাই পশু হত্যা বন্ধ করার জন্য তিনি বিশ্ববাসিকে আহবান জানান। 
-ডেইলি মেইল

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া